হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ‘আব্দুর রউফ বাহিনীর’ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ছয় সন্ত্রাসীকে আটক করেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শনিবার ভোরে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। তিন শতাধিক সদস্য নিয়ে টাংকির বাজারে আক্রমণ চালায় তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা পুলিশের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ছয় সন্ত্রাসীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ভোরে হাতিয়ার টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। সেখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ রউফ বাহিনীর ছয় সদস্যকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাতিয়ার টাংকি ঘাট দখল করে ব্যবসা করে আসছেন আবদুর রউফ। হাতিয়ার সঙ্গে রামগতি উপজেলার সীমানা বিরোধ মীমাংসা হওয়ার পর তিনি এই ঘাট ছেড়ে যেতে বাধ্য হন। এরপর থেকে তিনি একাধিকবার এই ঘাট দখলের চেষ্টা করেছেন।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ‘আব্দুর রউফ বাহিনীর’ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ছয় সন্ত্রাসীকে আটক করেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শনিবার ভোরে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। তিন শতাধিক সদস্য নিয়ে টাংকির বাজারে আক্রমণ চালায় তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা পুলিশের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ছয় সন্ত্রাসীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ভোরে হাতিয়ার টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। সেখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ রউফ বাহিনীর ছয় সদস্যকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাতিয়ার টাংকি ঘাট দখল করে ব্যবসা করে আসছেন আবদুর রউফ। হাতিয়ার সঙ্গে রামগতি উপজেলার সীমানা বিরোধ মীমাংসা হওয়ার পর তিনি এই ঘাট ছেড়ে যেতে বাধ্য হন। এরপর থেকে তিনি একাধিকবার এই ঘাট দখলের চেষ্টা করেছেন।

শাহেদের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় শাহেদ। রাতে বাড়ি ফেরায় অনেক খোঁজাখুঁজির পর রাতে রাঙ্গুনিয়া মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ মঙ্গলবার ভোরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানা-পুলিশ গলাকাটা অবস্থায় শাহেদের লাশ উদ্ধার
২১ মিনিট আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া ভাতিজিকে হত্যার কথা স্বীকার করেছেন এক ব্যক্তি। গতকাল সোমবার বিকেলে আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি জানিয়েছেন, শিশুটির বাবার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।
২৭ মিনিট আগে
ফেনীতে ভাশুরকে ফাঁসাতে মিথ্যা ‘ধর্ষণ’ মামলা করার দায়ে এক নারী ও তাঁর স্বামীকে সাড়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে