Ajker Patrika

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত
কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চট্টগ্রাম নগরীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নগরীর চান্দগাঁও থানার গোলাম আলী নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন হাসনাইন (২১) ও আকবর (২৫)। তাঁদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার বাসার সামনে থেকে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান অভিযুক্ত হাসনাইন। তাঁকে সহযোগিতা করেন আকবর। পরে ওই কিশোরীকে চান্দগাঁও এলাকার একটি বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন হাসনাইন। রোববার সেখান থেকে ছাড়া পায় ওই কিশোরী। ওই দিনই নগরের চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী কিশোরীর অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত