নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার গতকাল বুধবার অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । কিন্তু আসামিদের আত্মীয়স্বজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। গতকাল ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষযটি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
আজ সকাল সাড়ে ১০টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে আসামি মাইন উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার গভীর রাতে একই এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাইন উদ্দিন (৩০) নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং লিটন (২৬) একই গ্রামের আজিজুল হকের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কবিরহাটের ফরাজী বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে মাইন উদ্দিন ও লিটনকে আটকের পর তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় মাইন উদ্দিনের স্ত্রীসহ তাদের আত্মীয়স্বজন একত্রিত হয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফরিদ আহমেদ, কনস্টেবল আরিফুর রহমান, রাসেল হোসেন ও অটোরিকশাচালককে পিটিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। ভাঙচুর করা হয় আমাদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি।’
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতকড়াসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে। গতকাল রাতে আসামি লিটনকে এবং আজ সকালে মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলার গতকাল বুধবার অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । কিন্তু আসামিদের আত্মীয়স্বজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। গতকাল ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষযটি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
আজ সকাল সাড়ে ১০টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে আসামি মাইন উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার গভীর রাতে একই এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাইন উদ্দিন (৩০) নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং লিটন (২৬) একই গ্রামের আজিজুল হকের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কবিরহাটের ফরাজী বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে মাইন উদ্দিন ও লিটনকে আটকের পর তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় মাইন উদ্দিনের স্ত্রীসহ তাদের আত্মীয়স্বজন একত্রিত হয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফরিদ আহমেদ, কনস্টেবল আরিফুর রহমান, রাসেল হোসেন ও অটোরিকশাচালককে পিটিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। ভাঙচুর করা হয় আমাদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি।’
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতকড়াসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে। গতকাল রাতে আসামি লিটনকে এবং আজ সকালে মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা হয়েছে।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে