ফেনী প্রতিনিধি

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, রাখাইনের জন্য মানবিক করিডর চালুর চেষ্টা এবং স্টারলিংকের মাধ্যমে ‘সাম্রাজ্যবাদী চক্রের’ আগ্রাসনের প্রতিবাদে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের রোডমার্চ শুক্রবার (২৭ জুন) রাতে ফেনী শহরে পৌঁছেছে। এতে অংশ নেওয়া ছয় শতাধিক নেতা-কর্মী ফেনীতে রাতযাপন করছেন।
সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে রাত ৮টার পর কুমিল্লার টাউন হল ময়দানে সমাবেশ হয়। এরপর ফেনীতে গিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
রোডমার্চে সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টিসহ ছোটবড় অর্ধশতাধিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
রাত সাড়ে ১১টার দিকে রোডমার্চ ফেনী শহরের হাজারী রোডে আমেনা-সিরাজ কনভেনশন হলে পৌঁছায়। সেখানেই রাতযাপন, খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে নেতা-কর্মীরা চট্টগ্রামের দিকে পদযাত্রা শুরু করবেন।
বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়দেব ভট্টাচার্য বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি। রাখাইন করিডরও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু।’
ফেনীর বাসদের সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, সরকারের দমননীতি ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে এই লংমার্চ দেশপ্রেমিক জনগণের প্রতিবাদ।
ফেনীতে রোডমার্চ পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা ফুল ও ব্যানার নিয়ে তাঁদের বরণ করে নেন। আমেনা-সিরাজ হলে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন স্থানীয় বাম নেতারা।

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, রাখাইনের জন্য মানবিক করিডর চালুর চেষ্টা এবং স্টারলিংকের মাধ্যমে ‘সাম্রাজ্যবাদী চক্রের’ আগ্রাসনের প্রতিবাদে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের রোডমার্চ শুক্রবার (২৭ জুন) রাতে ফেনী শহরে পৌঁছেছে। এতে অংশ নেওয়া ছয় শতাধিক নেতা-কর্মী ফেনীতে রাতযাপন করছেন।
সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে রাত ৮টার পর কুমিল্লার টাউন হল ময়দানে সমাবেশ হয়। এরপর ফেনীতে গিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
রোডমার্চে সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টিসহ ছোটবড় অর্ধশতাধিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
রাত সাড়ে ১১টার দিকে রোডমার্চ ফেনী শহরের হাজারী রোডে আমেনা-সিরাজ কনভেনশন হলে পৌঁছায়। সেখানেই রাতযাপন, খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে নেতা-কর্মীরা চট্টগ্রামের দিকে পদযাত্রা শুরু করবেন।
বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়দেব ভট্টাচার্য বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি। রাখাইন করিডরও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু।’
ফেনীর বাসদের সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, সরকারের দমননীতি ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে এই লংমার্চ দেশপ্রেমিক জনগণের প্রতিবাদ।
ফেনীতে রোডমার্চ পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা ফুল ও ব্যানার নিয়ে তাঁদের বরণ করে নেন। আমেনা-সিরাজ হলে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন স্থানীয় বাম নেতারা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১৯ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে