চবি সংবাদদাতা

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবি জানান তাঁরা।
বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘বৈষম্য মানি না, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল চাই’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছি। সারা দেশে আন্দোলন হচ্ছে। সরকারি চাকরিতে কোটার বিষয়টি পুনরায় বিবেচনা করার দাবি জানাচ্ছি। ২০ বছর পড়ালেখা করে একটি সরকারি চাকরির স্বপ্ন দেখি। এখানে যদি প্রথম শ্রেণির চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকে, তাহলে আমাদের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। আমাদের দাবি, এ পদ্ধতি বাতিল করে প্রকৃত মেধার মূল্যায়ন হোক।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘কোটা নিয়ে আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। আমাদের কি কোনো অধিকার নাই? ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার জন্য অবমাননাকর। মেধার সঠিক মূল্যায়ন চাই।’
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবি জানান তাঁরা।
বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘বৈষম্য মানি না, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল চাই’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছি। সারা দেশে আন্দোলন হচ্ছে। সরকারি চাকরিতে কোটার বিষয়টি পুনরায় বিবেচনা করার দাবি জানাচ্ছি। ২০ বছর পড়ালেখা করে একটি সরকারি চাকরির স্বপ্ন দেখি। এখানে যদি প্রথম শ্রেণির চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকে, তাহলে আমাদের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। আমাদের দাবি, এ পদ্ধতি বাতিল করে প্রকৃত মেধার মূল্যায়ন হোক।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘কোটা নিয়ে আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। আমাদের কি কোনো অধিকার নাই? ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার জন্য অবমাননাকর। মেধার সঠিক মূল্যায়ন চাই।’
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে