Ajker Patrika

বাঁশখালী থেকে ১০ মামলার আসামি আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৪: ৫০
বাঁশখালী থেকে ১০ মামলার আসামি আটক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল এলাকা থেকে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনসহ ১০ মামলার আসামি নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যাকে (৩৮) দুটি এসবিবিএল, দুটি ওয়ান শ্যুটারগান ও একটি কাটারাইফেলসহ আটক করেছে র‍্যাব-৭। 

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল হাজিরখিল এলাকার মৃত শামসুল আলমের ছেলে। 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব বুধবার দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের হাজিরখিল এলাকা থেকে তাঁকে আটক করে। আটকের পর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। 

র‍্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়, অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

উল্লেখ্য, আসামি নূর মোহাম্মদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী ও নড়াইলের লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে। 

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নুরুল আবচার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বাঁশখালী উপজেলার সরল এলাকা থেকে অস্ত্রসহ নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানায় তাঁকে সোপর্দ করা হয়েছে। 

বাঁশখালী থানার (ওসি) শফিউল কবীর বলেন, বৃহস্পতিবার সকালে নূর মোহাম্মদ নামে একজনকে অস্ত্রসহ বাঁশখালী থানায় সোপর্দ করেছে র‍্যাব-৭। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত