Ajker Patrika

উখিয়ায় অপহরণকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার, অস্ত্র ও র‍্যাবের পোশাক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
উখিয়ায় অপহরণকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার, অস্ত্র ও র‍্যাবের পোশাক উদ্ধার
জায়েদ হোসেন ফারুক

কক্সবাজারের উখিয়ায় জায়েদ হোসেন ফারুক (২২) নামের অপহরণকারী চক্রের এক মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও

র‍্যাবের পোশাক উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার পশ্চিম মরিচ্যা গ্রামে এই অভিযান চালানো হয়। আজ সোমবার দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম।

র‍্যাব কর্মকর্তা জানান, ১১ জুন রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. হাফিজ উল্লাহকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। লে. কর্নেল কামরুল ইসলাম জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার মূল হোতা মো. জায়েদ হোসেন ফারুককে গ্রেপ্তার করা হয়।

অভিযানে জব্দ করা অস্ত্র, র‍্যাবের পোশাক। ছবি: সংগৃহীত
অভিযানে জব্দ করা অস্ত্র, র‍্যাবের পোশাক। ছবি: সংগৃহীত

পরে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর কাছ থেকে র‍্যাবের চারটি পোশাক, একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ২১ রাউন্ড দেশি-বিদেশি পিস্তল, বন্দুকের গুলি, র‍্যাবের নকল আইডিসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করা হয়। সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ডাকাত শাহ আলম, সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরও চারজন এই অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত