চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়া ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় বিজিবি তাঁদের আটক করে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান।
মো. মনির-উজ-জামান জানান, ৫৩ বিজিবি আলাতলি ইউনিয়নের বকচর সীমান্ত পিলার ৩৪/৩-এর কাছে দিয়ে ১০ জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ১০ জনকে আটক করে বিজিবি। তাঁরা বাংলাদেশি বলে জানিয়েছেন।
আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলেও বাকি ৯ জনের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ উল্লাহ (৪২), মো. রংবাজ সরদার (২৩), সাবজিল (৫২), মো. আসরাফ শেখ (৬০), মো. রবিউল সরদার (২১), মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. বাহাদুর শেখ (৪২), মো. নাদিম শেখ (৪২), মো. রাজিম শেখ (২২) ও আরবাজ সরদার (২২)।
বিজিবি অধিনায়ক আরও জানান, তিন মাস আগে ভারতের চেন্নাই শহরে কবিরাজি (তাবিজ বিক্রি) করার জন্য তাঁরা অবৈধভাবে গিয়েছিলেন বলে দাবি করেছেন। আটক ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ শেষে অনুপ্রবেশ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক ১০ বাংলাদেশিকে থানায় হস্তান্তর শেষে আজ শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়া ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় বিজিবি তাঁদের আটক করে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান।
মো. মনির-উজ-জামান জানান, ৫৩ বিজিবি আলাতলি ইউনিয়নের বকচর সীমান্ত পিলার ৩৪/৩-এর কাছে দিয়ে ১০ জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ১০ জনকে আটক করে বিজিবি। তাঁরা বাংলাদেশি বলে জানিয়েছেন।
আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলেও বাকি ৯ জনের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ উল্লাহ (৪২), মো. রংবাজ সরদার (২৩), সাবজিল (৫২), মো. আসরাফ শেখ (৬০), মো. রবিউল সরদার (২১), মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. বাহাদুর শেখ (৪২), মো. নাদিম শেখ (৪২), মো. রাজিম শেখ (২২) ও আরবাজ সরদার (২২)।
বিজিবি অধিনায়ক আরও জানান, তিন মাস আগে ভারতের চেন্নাই শহরে কবিরাজি (তাবিজ বিক্রি) করার জন্য তাঁরা অবৈধভাবে গিয়েছিলেন বলে দাবি করেছেন। আটক ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ শেষে অনুপ্রবেশ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক ১০ বাংলাদেশিকে থানায় হস্তান্তর শেষে আজ শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৩২ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৯ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে