ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পাঁচজন পরীক্ষার্থী। এদের মধ্যে তিনজন অকৃতকার্য হয়েছেন। গতকাল রোববার এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশের পর এ চিত্র উঠে এসেছে।
ভোলাহাট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে বাণিজ্য বিভাগে একজন ও মানবিক বিভাগ থেকে চারজন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে, মানবিক বিভাগ থেকে পাস করেছেন দুজন। ২০০৫ সালে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় কলেজটি প্রতিষ্ঠিত হয়।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মো. মাসুদ রানা জানান, যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তাদের লেখাপড়ায় তেমন আগ্রহ ছিল না। যার কারণে পাঁচজনের মধ্যে দুজন পাস করেছে।
তিনি আরও জানান, কলেজটিতে বর্তমানে ১৭ জন শিক্ষক আছেন। কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ কমে গেছে। যার কারণে শিক্ষার্থীরা ভর্তি হতে চায় না।
এ ছাড়া কর্মরত শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়ায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ফলে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন শিক্ষকেরা। ফলে শিক্ষকেরা এক প্রকার মনোবল হারিয়ে ফেলেছেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. পাপিয়া সুলতানা জানান, কলেজটি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ভোলাহাট সরকারি মহিলা কলেজে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২৮ জন। ভোলাহাট মোহাবুল্লাহ মহাবিদ্যালয়ের ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১২ জন। জামবাড়ীয়া কলেজে ১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯৬ জন। মুশরীভূজা স্কুল অ্যান্ড কলেজে ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪০ জন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পাঁচজন পরীক্ষার্থী। এদের মধ্যে তিনজন অকৃতকার্য হয়েছেন। গতকাল রোববার এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশের পর এ চিত্র উঠে এসেছে।
ভোলাহাট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে বাণিজ্য বিভাগে একজন ও মানবিক বিভাগ থেকে চারজন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে, মানবিক বিভাগ থেকে পাস করেছেন দুজন। ২০০৫ সালে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় কলেজটি প্রতিষ্ঠিত হয়।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মো. মাসুদ রানা জানান, যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তাদের লেখাপড়ায় তেমন আগ্রহ ছিল না। যার কারণে পাঁচজনের মধ্যে দুজন পাস করেছে।
তিনি আরও জানান, কলেজটিতে বর্তমানে ১৭ জন শিক্ষক আছেন। কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ কমে গেছে। যার কারণে শিক্ষার্থীরা ভর্তি হতে চায় না।
এ ছাড়া কর্মরত শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়ায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ফলে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন শিক্ষকেরা। ফলে শিক্ষকেরা এক প্রকার মনোবল হারিয়ে ফেলেছেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. পাপিয়া সুলতানা জানান, কলেজটি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ভোলাহাট সরকারি মহিলা কলেজে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২৮ জন। ভোলাহাট মোহাবুল্লাহ মহাবিদ্যালয়ের ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১২ জন। জামবাড়ীয়া কলেজে ১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯৬ জন। মুশরীভূজা স্কুল অ্যান্ড কলেজে ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪০ জন।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে