Ajker Patrika

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৪: ১৯
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে ট্রাস্টি বোর্ডের নির্দেশে ছুটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। 

মনিরুল ইসলাম রিন্টু জানান, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণে ২৫ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রোববার এসব কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এক্সিম ব্যাংক ও ব্যাংকের এটিএম বুথের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন তাঁরা। 

এদিকে রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় উপাচার্য এ বি এম রাশেদুল হাসানের বাসভবনে হানা দেন। এ সময় ভুয়া কিছু কাগজপত্র, মদের বোতল ও ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

আজকের রাশিফল: সততা বিপদ থেকে বাঁচাবে, প্রেমে পড়ার আগে ব্যাকগ্রাউন্ড যাচাই করুন

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত