নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর তথ্য প্রচার করার অপরাধে ‘বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দলের’ (বাসবিদ) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এক সংগঠককে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হারুন-অর-রশীদ (৬৮)। তিনি শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের বাসিন্দা। এ মামলায় আরও তিনজন আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে টানিয়ে রাখা একটি ব্যানার পুলিশের নজরে আসে। ওই ব্যানারে লেখা ছিল বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল (বাসবিদ)। এ দলে যোগ দিলে কোনো ধরনের কর দেওয়া লাগবে না। পাশাপাশি ব্যানারটিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর কথা লেখা ছিল।
পুলিশ এসব ব্যানারসহ একটি ফেসবুক পেজ দেখতে পায়। চাঁপাইনবাবগঞ্জে কথিত ওই সংগঠনের সংগঠক হিসেবে হারুন-অর-রশিদসহ কয়েকজন কাজ করছেন বলে পুলিশ জানতে পারে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।
আইনজীবী ইসমত আরা বলেন, রায় ঘোষণার সময় অন্য তিন আসামি হাজির ছিলেন। আর হারুন গ্রেপ্তারের পর জামিন নিয়ে পলাতক রয়েছেন। আদালত তিন আসামিকে খালাস দিয়ে হারুনকে তিনটি ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তিন ধারায় তাঁকে ১ লাখ করে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রতি লাখের বিপরীতে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর তথ্য প্রচার করার অপরাধে ‘বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দলের’ (বাসবিদ) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এক সংগঠককে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হারুন-অর-রশীদ (৬৮)। তিনি শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের বাসিন্দা। এ মামলায় আরও তিনজন আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে টানিয়ে রাখা একটি ব্যানার পুলিশের নজরে আসে। ওই ব্যানারে লেখা ছিল বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল (বাসবিদ)। এ দলে যোগ দিলে কোনো ধরনের কর দেওয়া লাগবে না। পাশাপাশি ব্যানারটিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর কথা লেখা ছিল।
পুলিশ এসব ব্যানারসহ একটি ফেসবুক পেজ দেখতে পায়। চাঁপাইনবাবগঞ্জে কথিত ওই সংগঠনের সংগঠক হিসেবে হারুন-অর-রশিদসহ কয়েকজন কাজ করছেন বলে পুলিশ জানতে পারে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।
আইনজীবী ইসমত আরা বলেন, রায় ঘোষণার সময় অন্য তিন আসামি হাজির ছিলেন। আর হারুন গ্রেপ্তারের পর জামিন নিয়ে পলাতক রয়েছেন। আদালত তিন আসামিকে খালাস দিয়ে হারুনকে তিনটি ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তিন ধারায় তাঁকে ১ লাখ করে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রতি লাখের বিপরীতে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে