Ajker Patrika

মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা খেল ছাত্রলীগ নেতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৫, ১৭: ২৯
মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা খেল ছাত্রলীগ নেতা
আটক ছাত্রলীগ নেতা মো. নাহিদ। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি বাড়িতে মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. নাহিদ। আজ রোববার সকালে তাঁকে পুলিশের কাছে তাঁরা হস্তান্তর করা হয়।

গোমস্তাপুর থানার (ওসি) রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক নাহিদ উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও চাইপাড়া গ্রামের মো. জিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে চাইপাড়া গ্রামের মো. মিজানের ঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ধাওয়া দিলে স্থানীয়রা নাহিদকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে আটক করে সাধারণ জনতা পুলিশে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। আজ (রোববার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত