Ajker Patrika

চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ ও নৌযান চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৩, ১৫: ০৬
চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ ও নৌযান চলাচল শুরু

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ অতিক্রমের পর আবহাওয়া অনেকটা স্বাভাবিক হওয়ার পর চাঁদপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার ভোর ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাব থাকায় গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন। এ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চমালিকদেরও জানানো হয়েছে।’ 

আজ সকাল ১০টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী কম। বেশ কয়েকটি লঞ্চ দাঁড়িয়ে আছে। 

ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, ‘যাত্রীরা এলে চলাচলে কোনো সমস্যা হবে না। কারণ, একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে। বেলা ১১টার দিকে আব এ জম জম-১ লঞ্চটি সদরঘাটের উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত