শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-চাঁদপুরের লক্ষ্মীপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে মো. রাজু (৪০), রঘুনাথপুর গ্রামের সিরাজ খানের ছেলে আরীফ (২৮) ও ফরিদগঞ্জের বাগড়া বাজার এলাকার তাফাজ্জল মির্জার ছেলে মো. আবুল খায়ের (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত তেলবাহী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৫-৯৬২৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর থেমে যায়। এ সময় একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ঢ ৮২-০১৯৩) পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপে আটকে থাকা ৩ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পিকআপ ভ্যান থেকে উদ্ধার হওয়া শ্রমিক মো. আবুল খায়ের বলেন, পিকআপ ভ্যানটিতে করে চাঁদপুর থেকে শাহরাস্তি উপজেলার খিলাবাজার এলাকায় রাস্তা নির্মাণের জন্য তেল নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থলে এসে দ্রুতগতিতে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন বলেন, পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার শ্রমিকেরা আটকা পড়েন। পরে দমকল কর্মীরা আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করেন।
এ বিষয়ে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-চাঁদপুরের লক্ষ্মীপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে মো. রাজু (৪০), রঘুনাথপুর গ্রামের সিরাজ খানের ছেলে আরীফ (২৮) ও ফরিদগঞ্জের বাগড়া বাজার এলাকার তাফাজ্জল মির্জার ছেলে মো. আবুল খায়ের (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত তেলবাহী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৫-৯৬২৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর থেমে যায়। এ সময় একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ঢ ৮২-০১৯৩) পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপে আটকে থাকা ৩ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পিকআপ ভ্যান থেকে উদ্ধার হওয়া শ্রমিক মো. আবুল খায়ের বলেন, পিকআপ ভ্যানটিতে করে চাঁদপুর থেকে শাহরাস্তি উপজেলার খিলাবাজার এলাকায় রাস্তা নির্মাণের জন্য তেল নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থলে এসে দ্রুতগতিতে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন বলেন, পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার শ্রমিকেরা আটকা পড়েন। পরে দমকল কর্মীরা আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করেন।
এ বিষয়ে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৮ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৩ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৭ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে