Ajker Patrika

চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
বৃষ্টিপাতের পর উপকূলীয় এলাকার লোকজনের খোঁজখবর নেন ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং ইউএনও সাখাওয়াত জামিল সৈকত। আজ শুক্রবার চাঁদপুর শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত ছিল। আবহাওয়া অফিস জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার; যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

আজ শুক্রবার (৩০ মে) বেলা ৩টায় এসব তথ্য জানান চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব। তিনি বলেন, চাঁদপুর জেলায় ২৯ মে সকাল ৯টা থেকে ৩০ মে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। এরপর বৃষ্টিপাত কমে যায়। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত নেই।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও চাঁদপুর-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানান চাঁদপুর নদীবন্দরের (ট্রাফিক বিভাগ) উপপরিচালক বাবু লাল বৈদ্য। অপর দিকে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি হরিণা ফেরিঘাট কার্যালয়ের ম্যানেজার ফয়সাল চৌধুরী।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, চাঁদপুরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। তারপরেও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনকে সঙ্গে নিয়ে শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করা হয়েছে। এ সময় উপকূলীয় এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন জেলা প্রশাসক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত