চাঁদপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ১০ দিনে ১০৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে জেলেদের আটক ও কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা (জারি কারক) ফারহানা আক্তা রুমা।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো তথ্যে জানা গেছে, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে ইলিশের প্রজনন রক্ষায় জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ টাস্কফোর্সের অভিযান অব্যাহত রেখেছে।
গত ১০ দিনে মা ইলিশ রক্ষায় ২৫৪টি অভিযান পরিচালিত হয়। টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৩৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ৭টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৪৩টি মাছঘাট, ২৮২টি বাজার পরিদর্শন করেছে টাস্কফোর্স। এসব অভিযানে জব্দ হয়েছে ৯২ টন ইলিশ ও ৬ লাখ ৭৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। এসব জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। আটক জেলেদের কাছ থেকে মৎস্য আইনে জরিমানা আদায় করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকা।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত রেখেছে। আইন অমান্যকারী জেলেদের ছাড় দেওয়া হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করলেই আইনের আওতায় আনা হচ্ছে।’

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ১০ দিনে ১০৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে জেলেদের আটক ও কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা (জারি কারক) ফারহানা আক্তা রুমা।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো তথ্যে জানা গেছে, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে ইলিশের প্রজনন রক্ষায় জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ টাস্কফোর্সের অভিযান অব্যাহত রেখেছে।
গত ১০ দিনে মা ইলিশ রক্ষায় ২৫৪টি অভিযান পরিচালিত হয়। টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৩৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ৭টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৪৩টি মাছঘাট, ২৮২টি বাজার পরিদর্শন করেছে টাস্কফোর্স। এসব অভিযানে জব্দ হয়েছে ৯২ টন ইলিশ ও ৬ লাখ ৭৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। এসব জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। আটক জেলেদের কাছ থেকে মৎস্য আইনে জরিমানা আদায় করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকা।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত রেখেছে। আইন অমান্যকারী জেলেদের ছাড় দেওয়া হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করলেই আইনের আওতায় আনা হচ্ছে।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৮ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে