ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

পবিত্র রমজান মাস সামনে রেখে ১ টাকা লাভে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মুদি ব্যবসায়ী শাহ আলম (৪০)। রোজা শুরুর ১৫ দিন আগ থেকে তিনি এই কার্যক্রম শুরু করেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে শাহ আলমের এই উদ্যোগে খুশি ক্রেতারা।
এদিকে, দাম তুলনামূলক কম হওয়ায় শাহ আলমের দোকানে বেড়েছে বেচাকেনাও। নামমাত্র লাভে পণ্য বিক্রির কথা শুনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও মানুষ আসছে তাঁর দোকানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর রমজান মাসেও ১ টাকা লাভে খাদ্যসামগ্রী বিক্রি করেছিলেন শাহ আলম। এরই ধারাবাহিকতায় এবারও সীমিত লাভে পণ্য বিক্রি করছেন তিনি। বর্তমানে কেনা দামের চেয়ে ১ টাকা বেশি নিয়ে পণ্য বিক্রি করছেন শাহ আলম।
শাহ আলমের দোকানে প্রতি কেজি ছোলা ৯৮, খেসারি ১১৪, চিড়া ৫৮, চিনি ১৩৯, বেসন ৮৬, মুড়ি ৫৫ ও সয়াবিন তেল প্রতি লিটার ১৪০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।
শাহ আলমের দোকানে পণ্য কিনতে আসা গনি মাস্টার বলেন, ‘আমরা ফরিদগঞ্জ বাজারে গিয়ে যে দামে পণ্য কিনি, তার চেয়ে অনেক কমেই বাড়ির পাশে শাহ আলম পণ্য বিক্রি করছেন। এটি একটি মহৎ উদ্যোগ।’
মিজানুর রহমান নামের একজন বলেন, ‘শহরের বড় বাজার থেকেও আমরা কম মূল্যে জিনিসপত্র পাচ্ছি।’
গাজীপুর থেকে আসা ‘আমাদের স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’-এর সদস্য আজাদ ও আ. মালেক জানান, সংগঠনের পক্ষে প্রতিবছর ইফতারির আয়োজন করেন তাঁরা। এবারও করবেন। এজন্য তুলনামূলক কম দামে পণ্য নিতে শাহ আলমের দোকানে এসেছেন তাঁরা।
ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘গরিব ও অসহায় মানুষের জন্য নামমাত্র মূল্যে নিত্যপণ্য ও ইফতারসামগ্রী বিক্রির পরিকল্পনা থেকে এই উদ্যোগ নিই। প্রথম বছরই সাফল্য পেয়েছি। এবার রমজান শুরুর ১৫ দিন আগেই পণ্য বিক্রি শুরু করেছি। ইতিমধ্যে প্রায় ২০ হাজার কেজি মালপত্র বিক্রি হয়েছে। কম লাভে বেশি পণ্য বিক্রি করে লাভবান হওয়া সম্ভব।’
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক দেশেই মাহে রমজানের সময় কম দামে পণ্য বিক্রি হয়। কিন্তু আমাদের দেশের চিত্র উল্টো। পৌর এলাকার শাহ আলম নামের এক ব্যবসায়ী গ্রামের ভেতরে থেকেও ১ টাকা লাভে পণ্য বিক্রির যে উদ্যোগ নিয়েছেন, সেটি বেশ প্রশংসনীয়।’

পবিত্র রমজান মাস সামনে রেখে ১ টাকা লাভে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মুদি ব্যবসায়ী শাহ আলম (৪০)। রোজা শুরুর ১৫ দিন আগ থেকে তিনি এই কার্যক্রম শুরু করেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে শাহ আলমের এই উদ্যোগে খুশি ক্রেতারা।
এদিকে, দাম তুলনামূলক কম হওয়ায় শাহ আলমের দোকানে বেড়েছে বেচাকেনাও। নামমাত্র লাভে পণ্য বিক্রির কথা শুনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও মানুষ আসছে তাঁর দোকানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর রমজান মাসেও ১ টাকা লাভে খাদ্যসামগ্রী বিক্রি করেছিলেন শাহ আলম। এরই ধারাবাহিকতায় এবারও সীমিত লাভে পণ্য বিক্রি করছেন তিনি। বর্তমানে কেনা দামের চেয়ে ১ টাকা বেশি নিয়ে পণ্য বিক্রি করছেন শাহ আলম।
শাহ আলমের দোকানে প্রতি কেজি ছোলা ৯৮, খেসারি ১১৪, চিড়া ৫৮, চিনি ১৩৯, বেসন ৮৬, মুড়ি ৫৫ ও সয়াবিন তেল প্রতি লিটার ১৪০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।
শাহ আলমের দোকানে পণ্য কিনতে আসা গনি মাস্টার বলেন, ‘আমরা ফরিদগঞ্জ বাজারে গিয়ে যে দামে পণ্য কিনি, তার চেয়ে অনেক কমেই বাড়ির পাশে শাহ আলম পণ্য বিক্রি করছেন। এটি একটি মহৎ উদ্যোগ।’
মিজানুর রহমান নামের একজন বলেন, ‘শহরের বড় বাজার থেকেও আমরা কম মূল্যে জিনিসপত্র পাচ্ছি।’
গাজীপুর থেকে আসা ‘আমাদের স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’-এর সদস্য আজাদ ও আ. মালেক জানান, সংগঠনের পক্ষে প্রতিবছর ইফতারির আয়োজন করেন তাঁরা। এবারও করবেন। এজন্য তুলনামূলক কম দামে পণ্য নিতে শাহ আলমের দোকানে এসেছেন তাঁরা।
ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘গরিব ও অসহায় মানুষের জন্য নামমাত্র মূল্যে নিত্যপণ্য ও ইফতারসামগ্রী বিক্রির পরিকল্পনা থেকে এই উদ্যোগ নিই। প্রথম বছরই সাফল্য পেয়েছি। এবার রমজান শুরুর ১৫ দিন আগেই পণ্য বিক্রি শুরু করেছি। ইতিমধ্যে প্রায় ২০ হাজার কেজি মালপত্র বিক্রি হয়েছে। কম লাভে বেশি পণ্য বিক্রি করে লাভবান হওয়া সম্ভব।’
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক দেশেই মাহে রমজানের সময় কম দামে পণ্য বিক্রি হয়। কিন্তু আমাদের দেশের চিত্র উল্টো। পৌর এলাকার শাহ আলম নামের এক ব্যবসায়ী গ্রামের ভেতরে থেকেও ১ টাকা লাভে পণ্য বিক্রির যে উদ্যোগ নিয়েছেন, সেটি বেশ প্রশংসনীয়।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে