ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে দুই দেবরসহ শ্বশুরবাড়ির লোকজনের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চর মথুরা ও চির্কা গ্রামবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে চর মথুরা ও চির্কা গ্রামের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলটি পার্শ্ববর্তী নয়ারহাট বাজার থেকে বের হয়ে ভাটিয়ালপুর চৌরাস্তা, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, উপজেলা সদর, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে মানববন্ধন করে। পরে থানা ঘেরাও করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা। নিহতের দুই দেবর ও শ্বশুর-শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে ফাতেমা বেগম, মিনু আক্তার, ফাবিয়া জাহান, রুবেল খানসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, আসমার লাশের গোসল করানোর সময় শরীরের স্পর্শকাতর কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অথচ বলা হয়েছিল তিনি গলায় ফাঁস দিয়েছেন। তাঁর শরীরের আঘাতের চিহ্ন নিশ্চিত করে তাঁকে যৌন ও শারীরিক নির্যাতন করে হত্যার পর লাশ আম গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়। আমরা অভিযুক্তদের ফাঁসি দাবি করছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের হানিফ রাঢ়ির ছেলে মাসুমের সঙ্গে চরমথুরা গ্রামের হাফেজ খানের মেয়ে আসমার প্রায় ৩ বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে ১৮ মাস বয়সী আয়ান নামের একটি ছেলে-সন্তান রয়েছে। জীবিকার তাগিদে মাসুম মালয়েশিয়াতে থাকলেও আসমা শ্বশুর-শাশুড়ি ও দুই দেবর সাইমন ও শাহীনের সঙ্গে স্বামীর বাড়িতে থাকতেন। গত ২ নভেম্বর রাতে আসমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আসমার লাশের সুরতহাল প্রতিবেদনের পর দাফন আগে গোসলের সময় শরীরের বিশেষ অঙ্গসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদনে শরীরে লালচে দাগের কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন থানায় অপমৃত্যুর মামলা করা হয়।
আসমার স্বামীর পরিবারের সদস্যদের বিভিন্ন আচরণ ও দুই দেবরের পালিয়ে যাওয়ার ঘটনাকে রহস্যময় হিসেবে দেখেন পরিবারের লোকজন। এতে বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী ও আসমার স্বজনেরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে দুই দেবরসহ শ্বশুরবাড়ির লোকজনের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চর মথুরা ও চির্কা গ্রামবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে চর মথুরা ও চির্কা গ্রামের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলটি পার্শ্ববর্তী নয়ারহাট বাজার থেকে বের হয়ে ভাটিয়ালপুর চৌরাস্তা, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, উপজেলা সদর, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে মানববন্ধন করে। পরে থানা ঘেরাও করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা। নিহতের দুই দেবর ও শ্বশুর-শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে ফাতেমা বেগম, মিনু আক্তার, ফাবিয়া জাহান, রুবেল খানসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, আসমার লাশের গোসল করানোর সময় শরীরের স্পর্শকাতর কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অথচ বলা হয়েছিল তিনি গলায় ফাঁস দিয়েছেন। তাঁর শরীরের আঘাতের চিহ্ন নিশ্চিত করে তাঁকে যৌন ও শারীরিক নির্যাতন করে হত্যার পর লাশ আম গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়। আমরা অভিযুক্তদের ফাঁসি দাবি করছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের হানিফ রাঢ়ির ছেলে মাসুমের সঙ্গে চরমথুরা গ্রামের হাফেজ খানের মেয়ে আসমার প্রায় ৩ বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে ১৮ মাস বয়সী আয়ান নামের একটি ছেলে-সন্তান রয়েছে। জীবিকার তাগিদে মাসুম মালয়েশিয়াতে থাকলেও আসমা শ্বশুর-শাশুড়ি ও দুই দেবর সাইমন ও শাহীনের সঙ্গে স্বামীর বাড়িতে থাকতেন। গত ২ নভেম্বর রাতে আসমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আসমার লাশের সুরতহাল প্রতিবেদনের পর দাফন আগে গোসলের সময় শরীরের বিশেষ অঙ্গসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদনে শরীরে লালচে দাগের কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন থানায় অপমৃত্যুর মামলা করা হয়।
আসমার স্বামীর পরিবারের সদস্যদের বিভিন্ন আচরণ ও দুই দেবরের পালিয়ে যাওয়ার ঘটনাকে রহস্যময় হিসেবে দেখেন পরিবারের লোকজন। এতে বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী ও আসমার স্বজনেরা।

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
২ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৪ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৭ মিনিট আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২ ঘণ্টা আগে