Ajker Patrika

চাঁদপুরে সাপের কামড়ে গর্ভের সন্তানসহ নারীর মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরে সাপের কামড়ে গর্ভের সন্তানসহ নারীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাপের কামড়ে গর্ভে থাকা ৯ মাসের সন্তানসহ এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া গ্রামের নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটেছে।

মৃত নারীর নাম আয়েশা বেগম (২৫)। তিনি ওই গ্রামের হেদের বাড়ির কাঞ্চন হোসেনের স্ত্রী। তাঁদের সংসারে আরাফাত নামে পাঁচ বছরের এক ছেলে রয়েছে।

নিহত আয়েশার স্বামী কাঞ্চন জানান, গতকাল মঙ্গলবার বিকেলে স্ত্রীসহ তিনি ঘরে ঘুমিয়েছিলেন। আসরের নামাজের সময় ঘুম ভাঙলে বিছানা থেকে নামতেই খাটের নিচে লুকিয়ে থাকা বিষধর সাপের শরীরে আয়েশার পা পড়ে। এতে সঙ্গে সঙ্গেই সাপটি তাঁকে কামড় দেয়। পরে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে চাঁদপুর জেনারেলের হাসপাতালে হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেনারেলের হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষধর সাপের কাপড়ে অন্তঃসত্ত্বা ওই নারী মৃত্যু হয়েছে। সেই সঙ্গে তাঁর গর্ভে থাকা বাচ্চাটিও মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত