চাঁদপুর প্রতিনিধি

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। চাঁদপুর থেকে ঢাকামুখী লঞ্চে ভিড় বাড়ছে—তবে নেই কোনো ভোগান্তি।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতি ঘণ্টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়ছে, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ফিরছেন।
কারও সঙ্গে রয়েছেন স্ত্রী-সন্তান। সবার মুখেই ঈদের আনন্দ। কেউ কেউ বলছেন, এবারের ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক।
যাত্রী রতন হোসেন বলেন, “স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের আগের দিন চাঁদপুর এসেছি। কোনো ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপন করতে পেরেছি। এখন ফিরছি। লঞ্চে চাপ কম, যাত্রাও আরামদায়ক।”
আরেক যাত্রী কামরুল হাসান বলেন, “দীর্ঘ ছুটির কারণে লঞ্চে ভিড় নেই। সবাই সুবিধামতো কর্মস্থলে ফিরছেন। এবার ঈদের আগেও কোনো ঝামেলা হয়নি।”
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। টহলে রয়েছে নৌ-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন।
বিআইডব্লিউটিএ চাঁদপুর অঞ্চলের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, “ঈদ উপলক্ষে পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রী চাপ বেশি না থাকায় সিডিউলের বাইরে অতিরিক্ত লঞ্চ চালু করার প্রয়োজন হয়নি। যাত্রীরা ভালোভাবেই ঈদ শেষে ঘরে ফিরছেন। এখনো পর্যন্ত কোনো যাত্রী কোনো অভিযোগ করেননি।”

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। চাঁদপুর থেকে ঢাকামুখী লঞ্চে ভিড় বাড়ছে—তবে নেই কোনো ভোগান্তি।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতি ঘণ্টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়ছে, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ফিরছেন।
কারও সঙ্গে রয়েছেন স্ত্রী-সন্তান। সবার মুখেই ঈদের আনন্দ। কেউ কেউ বলছেন, এবারের ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক।
যাত্রী রতন হোসেন বলেন, “স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের আগের দিন চাঁদপুর এসেছি। কোনো ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপন করতে পেরেছি। এখন ফিরছি। লঞ্চে চাপ কম, যাত্রাও আরামদায়ক।”
আরেক যাত্রী কামরুল হাসান বলেন, “দীর্ঘ ছুটির কারণে লঞ্চে ভিড় নেই। সবাই সুবিধামতো কর্মস্থলে ফিরছেন। এবার ঈদের আগেও কোনো ঝামেলা হয়নি।”
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। টহলে রয়েছে নৌ-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন।
বিআইডব্লিউটিএ চাঁদপুর অঞ্চলের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, “ঈদ উপলক্ষে পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রী চাপ বেশি না থাকায় সিডিউলের বাইরে অতিরিক্ত লঞ্চ চালু করার প্রয়োজন হয়নি। যাত্রীরা ভালোভাবেই ঈদ শেষে ঘরে ফিরছেন। এখনো পর্যন্ত কোনো যাত্রী কোনো অভিযোগ করেননি।”

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
২ ঘণ্টা আগে