শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মজুমদারকে ফুলের মালা পরিয়ে দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জাভেদ হোসেন। এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গোপন আঁতাতবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে অনেকেই বিভিন্ন তির্যক মন্তব্য ও প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে দুপুরে হাজী জাভেদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনের পরদিন বিকেলে তিনি ইউনিয়নের শাহরাস্তি (রহঃ) বাজারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে চা পান করছিলেন। এ সময় ওই এলাকায় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম মজুমদার নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে দেখে চেয়ারম্যান তাঁর গলা থেকে ফুলের মালা খুলে সভাপতির গলায় পরিয়ে দেওয়ার চেষ্টা করেন। জাভেদ হোসেন সৌজন্য দেখিয়ে উক্ত ফুলের মালা নিজে না পরে পুনরায় চেয়ারম্যানকে পরিয়ে দেন। এই সময় কে বা কারা ওই দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, নব নির্বাচিত চেয়ারম্যানকে সৌজন্য দেখাতে গিয়ে তাঁর মালা তাঁকে পরিয়ে দিয়েছি, অনেকেই বিষয়টি নিয়ে রাজনীতি করছে। যা উদ্দেশ্যপ্রণোদিত। আমি নিজে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছি। আমি ছোট বেলা হতে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।
ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, আমি নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে জাভেদ ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ইউনিয়নের একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান দেখাতে গিয়ে নিজের গলার মালা খুলে তাঁকে পরিয়ে দেয়ার চেষ্টা করি। উনি তা নিজে না পরে আমার গলায় পরিয়ে দেন।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মজুমদারকে ফুলের মালা পরিয়ে দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জাভেদ হোসেন। এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গোপন আঁতাতবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে অনেকেই বিভিন্ন তির্যক মন্তব্য ও প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে দুপুরে হাজী জাভেদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনের পরদিন বিকেলে তিনি ইউনিয়নের শাহরাস্তি (রহঃ) বাজারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে চা পান করছিলেন। এ সময় ওই এলাকায় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম মজুমদার নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে দেখে চেয়ারম্যান তাঁর গলা থেকে ফুলের মালা খুলে সভাপতির গলায় পরিয়ে দেওয়ার চেষ্টা করেন। জাভেদ হোসেন সৌজন্য দেখিয়ে উক্ত ফুলের মালা নিজে না পরে পুনরায় চেয়ারম্যানকে পরিয়ে দেন। এই সময় কে বা কারা ওই দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, নব নির্বাচিত চেয়ারম্যানকে সৌজন্য দেখাতে গিয়ে তাঁর মালা তাঁকে পরিয়ে দিয়েছি, অনেকেই বিষয়টি নিয়ে রাজনীতি করছে। যা উদ্দেশ্যপ্রণোদিত। আমি নিজে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছি। আমি ছোট বেলা হতে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।
ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, আমি নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে জাভেদ ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ইউনিয়নের একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান দেখাতে গিয়ে নিজের গলার মালা খুলে তাঁকে পরিয়ে দেয়ার চেষ্টা করি। উনি তা নিজে না পরে আমার গলায় পরিয়ে দেন।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৩১ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৮ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪৪ মিনিট আগে