চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ ধরার অভিযোগে ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আজ শনিবার সদর উপজেলার মেঘনা নদীর মিনি কক্সবাজার এলাকা থেকে এসব জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন চাঁনদু ভূঁইয়া (২৫), সুরুজ ভূঁইয়া, (২৮), ইকবাল ভূঁইয়া (১৯), ইয়াছিন ছৈয়াল (২২), মো. ইব্রাহিম খলিল (২০), জলিল সিকদার (৬০), শাহজাহান খাঁন (৬২), নুর ইসলাম কবিরাজ (৩৮), মহন হাওলাদার (২৭), ফারুক মিয়া (২৩), মান্নান খাঁন (৬৫), রমজান শেখ (২৫), জহির কবিরাজ (১৩) ও রিয়াদ (১৩)। জেলেদের বাড়ি সদর উপজেলার ইব্রাহীমপুর ও চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
ওসি কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসইন ও সঙ্গীয় ফোর্স মেঘনা নদীর সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় এসব জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের সঙ্গে থাকা দুই হাজার ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।’
তিনি বলেন, ‘আটক জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইন থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নৌকাগুলো মামলার আলামত হিসেবে থানা-হেফাজতে আছে।’

চাঁদপুরের মেঘনা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ ধরার অভিযোগে ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আজ শনিবার সদর উপজেলার মেঘনা নদীর মিনি কক্সবাজার এলাকা থেকে এসব জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন চাঁনদু ভূঁইয়া (২৫), সুরুজ ভূঁইয়া, (২৮), ইকবাল ভূঁইয়া (১৯), ইয়াছিন ছৈয়াল (২২), মো. ইব্রাহিম খলিল (২০), জলিল সিকদার (৬০), শাহজাহান খাঁন (৬২), নুর ইসলাম কবিরাজ (৩৮), মহন হাওলাদার (২৭), ফারুক মিয়া (২৩), মান্নান খাঁন (৬৫), রমজান শেখ (২৫), জহির কবিরাজ (১৩) ও রিয়াদ (১৩)। জেলেদের বাড়ি সদর উপজেলার ইব্রাহীমপুর ও চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
ওসি কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসইন ও সঙ্গীয় ফোর্স মেঘনা নদীর সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় এসব জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের সঙ্গে থাকা দুই হাজার ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।’
তিনি বলেন, ‘আটক জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইন থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নৌকাগুলো মামলার আলামত হিসেবে থানা-হেফাজতে আছে।’

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৯ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩৩ মিনিট আগে