Ajker Patrika

অস্ত্রসহ বিএনপির নেতা আটক

চাঁদপুর প্রতিনিধি
অস্ত্রসহ বিএনপির নেতা আটক
অস্ত্রসহ আটক সৈয়দ আহমেদ। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ ব্যাপারী (৪৫) নামের এক সাবেক বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। সৈয়দ আহমেদ উপজেলার ১২ নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক (কমিটি স্থগিত) যুগ্ম সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মো. লুৎফর রহমান।

এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে সৈয়দ আহমেদকে পাশের হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে আটক করে যৌথ বাহিনী। পরে তাঁর নিজ বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

সৈয়দ আহমেদের বাড়ি ফরিদগঞ্জ চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল তিনটি চায়নিজ কুড়াল, দুটি রামদা, একটি লোহার চাকু, দেশীয় দা একটি, স্টিল পাইপ চারটি, হাতুড়ি একটি, চেইন একটি, বেইচ গিয়ার একটি ও স্টিলের চাকু তিনটি।

চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, ‘সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বহিষ্কার এবং স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটির কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।’

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, গতকাল রাতে যৌথ বাহিনী সৈয়দকে গ্রেপ্তারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করে। তবে তাঁর বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে আজ দুপুরে তাঁকে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মো. লুৎফর রহমান বলেন, সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। যে কারণে তাঁর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের সময় মানবাধিকার নিশ্চিত করুন— ড. ইউনূসকে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি

ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষেই খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী স্বামীর জন্য ভোট চাইলেন চীনা স্ত্রী

আজকের রাশিফল: প্রাক্তনের বিয়েতে গিফট বা ‘মিস ইউ’ মেসেজ পাঠাবেন না, দরজায় বিপদ

সুখবর পেলেন মোস্তাফিজ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত