
ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও চলমান নির্বাচনী প্রচারণার কারণে করদাতাদের সুবিধার কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ বুধবার এনবিআরের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বর্তমানে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে সময়সীমা আরও এক মাস বাড়িয়ে তা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করার পরিকল্পনা করা হচ্ছে। শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনবিআর।
এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকারি দপ্তর থেকে শুরু করে ব্যক্তিপর্যায়েও কর্মকর্তা-কর্মচারীরা ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। এই অবস্থায় করদাতারা যেন চাপমুক্তভাবে ও ভুলত্রুটি ছাড়াই রিটার্ন জমা দিতে পারেন, সে জন্য আরও এক মাস সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
চলতি করবর্ষে এর আগেও ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য দুই দফায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়। এরপর আবারও সময় বৃদ্ধির ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, শেষ সময়ের দিকে যদি দেখা যায় যে, নিবন্ধন করা করদাতাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তখন সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। তবে তিনি তখনই স্পষ্ট করে বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এনবিআর চেয়ারম্যান চলমান পরিস্থিতি তুলে ধরে জানান, এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ইতিমধ্যে ৩৪ লাখ করদাতা তাঁদের রিটার্ন দাখিল করেছেন। অর্থাৎ নিবন্ধিত করদাতাদের একটি বড় অংশ এখনো রিটার্ন জমা দিতে পারেননি, যা সময় বাড়ানোর অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়কর আইন অনুসারে প্রতিবছর ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় হচ্ছে ৩০ নভেম্বরের মধ্যে। কিন্তু চলতি বছর বিশেষ পরিস্থিতির কারণে ইতিমধ্যে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে। এবার নতুন করে আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে করদাতাদের জরিমানা দিতে হয়। পাশাপাশি তাঁরা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত বা রিবেট সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন। এ কারণে এনবিআর করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

বাংলাদেশের পুঁজিবাজারে পরিবেশবান্ধব ও সামাজিক উন্নয়নভিত্তিক বিনিয়োগ বাড়াতে থিম্যাটিক বন্ড বাজারকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। টেকসই অর্থায়নের কাঠামো গড়ে তুলতে দুই সংস্থার মধ্যে আজ বুধবার একট
১ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন জানিয়েছে, কোম্পানির চলমান পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বব্যাপী আরও ১৬ হাজার কর্মী ছাঁটাই করা হবে। অক্টোবর মাসে প্রতিষ্ঠানটি প্রথম দফায় ১৪ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল। সেই ধারাবাহিকতায় মোট ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ৩০ হাজারে।
২ ঘণ্টা আগে
ব্যাংকিং খাতে খেলাপি কমাতে এবং নগদ আদায় বাড়াতে ঋণখেলাপিদের জনসম্মুখে লজ্জিত করার পাশাপাশি কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যাংকাররা। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে একগুচ্ছ প্রস্তাব জমা দিয়েছে দেশের শীর্ষপর্যায়ের ব্যাংক কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স
৩ ঘণ্টা আগে
গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মার্কিন ডলারের মান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডলারের দরপতন নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেও আন্তর্জাতিক বাজারে মুদ্রাটির মান কমায় বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে এখন তাঁরা সোনা ও সুইস ফ্রাঁর দিকে ঝুঁকছেন।
৪ ঘণ্টা আগে