ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বোরহান উদ্দিন পেশায় মসজিদের ইমাম। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদের চাকরি করেছেন তিনি। যেখানে চাকরি করেন সেখানেই অভিযুক্ত হয়েছেন অপহরণ ও ধর্ষণের ঘটনায়। একাধিক মামলা চলমান রয়েছে। কারাগারেও ছিলেন টানা ১১ মাস। গত ৬ ফেব্রুয়ারি এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। পালিয়ে গিয়ে রেহাই পেলেন না, আটকা পড়লেন র্যাবের ফাঁদে।
আজ শুক্রবার হবিগঞ্জের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ এর সদস্যরা। এ সময় অপহৃত ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার বোরহান উদ্দিন জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ সিপিসি-১ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী থেকে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে অপহরণ করেন বোরহান উদ্দিন। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পাশাপাশি তার পরিবার থেকে র্যাবের কাছে বিষয়টি জানান হয়।
অভিযোগের প্রেক্ষিতে অভিযান শুরু করে র্যাব। অবশেষে ঘটনার ১০ দিন পর র্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী বোরহান উদ্দিন ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বোরহান উদ্দিনের বিবাহিত ও তিন সন্তানের বাবা। তিনি একজন লেবাসধারী ইমাম। তার বিরুদ্ধে এর আগেও ১০ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ছাড়া আখাউড়া থানা ও ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ধর্ষণ-অপহরণের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। ১১ মাস কারাভোগ করে তিনি সম্প্রতি জামিনে বের হয়ে আবারও অপকর্ম শুরু করেন।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আরও বলেন, ‘সদর উপজেলার একটি স্কুলে অপহৃত ওই স্কুলছাত্রী পড়াশোনা করত। একসময় ওই এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন বোরহান উদ্দিন। সে সময় থেকে নানান ভাবে ওই স্কুলছাত্রীকে ফুসলানোর চেষ্টা করে আসছিলেন। এই ঘটনায় গ্রেপ্তার বোরহান উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ ও ধর্ষণের ঘটনার মামলার আসামি বোরহান উদ্দিনকে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব।’

বোরহান উদ্দিন পেশায় মসজিদের ইমাম। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদের চাকরি করেছেন তিনি। যেখানে চাকরি করেন সেখানেই অভিযুক্ত হয়েছেন অপহরণ ও ধর্ষণের ঘটনায়। একাধিক মামলা চলমান রয়েছে। কারাগারেও ছিলেন টানা ১১ মাস। গত ৬ ফেব্রুয়ারি এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। পালিয়ে গিয়ে রেহাই পেলেন না, আটকা পড়লেন র্যাবের ফাঁদে।
আজ শুক্রবার হবিগঞ্জের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ এর সদস্যরা। এ সময় অপহৃত ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার বোরহান উদ্দিন জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ সিপিসি-১ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী থেকে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে অপহরণ করেন বোরহান উদ্দিন। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পাশাপাশি তার পরিবার থেকে র্যাবের কাছে বিষয়টি জানান হয়।
অভিযোগের প্রেক্ষিতে অভিযান শুরু করে র্যাব। অবশেষে ঘটনার ১০ দিন পর র্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী বোরহান উদ্দিন ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বোরহান উদ্দিনের বিবাহিত ও তিন সন্তানের বাবা। তিনি একজন লেবাসধারী ইমাম। তার বিরুদ্ধে এর আগেও ১০ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ছাড়া আখাউড়া থানা ও ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ধর্ষণ-অপহরণের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। ১১ মাস কারাভোগ করে তিনি সম্প্রতি জামিনে বের হয়ে আবারও অপকর্ম শুরু করেন।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আরও বলেন, ‘সদর উপজেলার একটি স্কুলে অপহৃত ওই স্কুলছাত্রী পড়াশোনা করত। একসময় ওই এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন বোরহান উদ্দিন। সে সময় থেকে নানান ভাবে ওই স্কুলছাত্রীকে ফুসলানোর চেষ্টা করে আসছিলেন। এই ঘটনায় গ্রেপ্তার বোরহান উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ ও ধর্ষণের ঘটনার মামলার আসামি বোরহান উদ্দিনকে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে