Ajker Patrika

আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দূর্গাপুর গ্রামের মুছা মিয়া (৪৪) ও একই গ্রামের মো. হুমায়ূন (৪৫) এবং বাহাদুরপুর গ্রামের মো. হাশেম মিয়া (৪২)।

তিনজনকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, গতকাল গভীর রাতে দূর্গাপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী পরিত্যক্ত একটি ইটভাটার পাশে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা। আজ শনিবার আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বিল্লাল আরও বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে কাঠের হাতলযুক্ত পুরোনো রিভলবার, তিনটি বুলেট, দুটি রামদা, তিনটি ছুরি, একটি চাপাতি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত