বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথা মোড় ও শহীদ খোকন পার্ক এলাকায় এ হামলা হয়। ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে আয়োজক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।
হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী রয়েছেন। উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, ‘আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় এবং আমাদের অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে এবং দরজা ভেঙে ফেলার চেষ্টা করে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
বগুড়া জেলা এনসিপির সংগঠক আহমেদ সাব্বির বলেন, ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ডাকে আয়োজিত সমাবেশে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।
অভিযোগের বিষয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে খোকন পার্কে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। একই সময়ে সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে টেম্পল রোডে অবস্থিত উদীচীর কার্যালয় ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথা মোড় ও শহীদ খোকন পার্ক এলাকায় এ হামলা হয়। ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে আয়োজক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।
হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী রয়েছেন। উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, ‘আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় এবং আমাদের অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে এবং দরজা ভেঙে ফেলার চেষ্টা করে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
বগুড়া জেলা এনসিপির সংগঠক আহমেদ সাব্বির বলেন, ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ডাকে আয়োজিত সমাবেশে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।
অভিযোগের বিষয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে খোকন পার্কে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। একই সময়ে সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে টেম্পল রোডে অবস্থিত উদীচীর কার্যালয় ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৯ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৭ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৭ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৪২ মিনিট আগে