প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় ২১ ব্যক্তি জীবিত থেকেও নির্বাচন কমিশনের ডেটাবেইসে মৃতদের তালিকায় রয়েছেন। এতে ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। ভুক্তভোগীরা সরকারি বিভিন্ন সুবিধা, ব্যাংক ঋণ ও করোনার টিকাসহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এ সময় ভুলবশত কিছু ব্যক্তি জীবিত থেকেও মৃতের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এ পর্যন্ত ২১ জন ব্যক্তি অভিযোগ করেছেন তাঁরা জীবিত আছেন কিন্তু নির্বাচন কমিশনের ডেটাবেইসে তাঁরা মৃত।
এর মধ্যে ধুনট পৌরসভা এলাকায় দুজন, উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে ধুনট সদরে একজন, মথুরাপুরে তিনজন, কালেরপাড়ায় ছয়জন, নিমগাছীতে দুজন, চৌকিবাড়িতে পাঁচজন, এলাঙ্গীতে একজন এবং ভান্ডারবাড়িতে একজন ব্যক্তি জীবিত থেকেও মৃতের তালিকায় রয়েছেন।
এর আগে গত ২৭ জুন উপজেলা নির্বাচন অফিস থেকে এ রকম ১৫ ব্যক্তির নাম নির্বাচন কমিশনের ডেটাবেইসে সংশোধনের জন্য পাঠানো হলেও অদ্যাবধি সমস্যার সমাধান হয়নি। এছাড়া ২৫ আগস্ট নতুন করে আরও ছয়জন ব্যক্তির নাম নির্বাচন কমিশনের ডেটাবেইসে সংশোধনের জন্য পাঠানো হয়েছে।
জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত হওয়ায় বয়স্ক ভাতা বাতিল হয়ে গেছে উপজেলার মথুরাপুর গ্রামের সুশীলা রানী হালদারের। তিনি আজকের পত্রিকাকে জানান, ২০০৯ সালের জুলাই মাস থেকে তাঁর বয়স্ক ভাতা সুবিধা চালু হয়। ২০২০ সালের জুন মাস পর্যন্ত তিনি ভাতার টাকা উত্তোলন করেছেন।
এরপর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে তাঁর বয়স্ক ভাতার সুবিধা। ভাতা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, ভোটার তালিকায় তাঁকে মৃত দেখানো হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি এখনো জীবিত আছি, মারা গেলাম কীভাবে।’
কালের পাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আয়নাল হক একটি এনজিওতে গিয়েছিলেন ঋণের জন্য আবেদন করতে। সেখানে গিয়ে জানেন ভোটার তালিকায় তিনি মৃতদের তালিকায় রয়েছেন। তিনি বলেন, ‘আল্লাহ পাক আমাকে এখনো দুনিয়া থেকে তুলে নেননি। আমি জীবিত আছি। মৃতের তালিকায় থাকায় ঝামেলার মধ্যে আছি।’
ধুনট পৌরসভা এলাকার সাইফুল ইসলাম জানান, মরার আগেই কীভাবে তিনি মারা গেলেন বুঝতে পারছেন না। জীবনেও ভাবেননি তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী জানান, অনলাইনে এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) করার সময় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী যাদের মৃত দেখানো হয়েছিল তাঁদের ভাতা বাতিল করা হয়েছে। তথ্য ভান্ডার থেকে জীবিতদের মৃত দেখানো হয়েছে এমন সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির জন্য সুপারিশ করা হয়েছে।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ভোটার তালিকা হালনাগাদের সময় মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্য নির্বাচন কমিশনের ডেটাবেইসে আপডেট করা হয়। তথ্য সংগ্রহকারীদের ভুলেই এমনটা হয়েছে।’
মোকাদ্দেছ আলী আরও বলেন, ‘এখনো পর্যন্ত জীবিত থেকেও মৃত এমন ২১টি আবেদন পেয়েছি। আবেদনগুলো দ্রুত সংশোধনের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই এসব সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’

বগুড়ার ধুনট উপজেলায় ২১ ব্যক্তি জীবিত থেকেও নির্বাচন কমিশনের ডেটাবেইসে মৃতদের তালিকায় রয়েছেন। এতে ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। ভুক্তভোগীরা সরকারি বিভিন্ন সুবিধা, ব্যাংক ঋণ ও করোনার টিকাসহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এ সময় ভুলবশত কিছু ব্যক্তি জীবিত থেকেও মৃতের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এ পর্যন্ত ২১ জন ব্যক্তি অভিযোগ করেছেন তাঁরা জীবিত আছেন কিন্তু নির্বাচন কমিশনের ডেটাবেইসে তাঁরা মৃত।
এর মধ্যে ধুনট পৌরসভা এলাকায় দুজন, উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে ধুনট সদরে একজন, মথুরাপুরে তিনজন, কালেরপাড়ায় ছয়জন, নিমগাছীতে দুজন, চৌকিবাড়িতে পাঁচজন, এলাঙ্গীতে একজন এবং ভান্ডারবাড়িতে একজন ব্যক্তি জীবিত থেকেও মৃতের তালিকায় রয়েছেন।
এর আগে গত ২৭ জুন উপজেলা নির্বাচন অফিস থেকে এ রকম ১৫ ব্যক্তির নাম নির্বাচন কমিশনের ডেটাবেইসে সংশোধনের জন্য পাঠানো হলেও অদ্যাবধি সমস্যার সমাধান হয়নি। এছাড়া ২৫ আগস্ট নতুন করে আরও ছয়জন ব্যক্তির নাম নির্বাচন কমিশনের ডেটাবেইসে সংশোধনের জন্য পাঠানো হয়েছে।
জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত হওয়ায় বয়স্ক ভাতা বাতিল হয়ে গেছে উপজেলার মথুরাপুর গ্রামের সুশীলা রানী হালদারের। তিনি আজকের পত্রিকাকে জানান, ২০০৯ সালের জুলাই মাস থেকে তাঁর বয়স্ক ভাতা সুবিধা চালু হয়। ২০২০ সালের জুন মাস পর্যন্ত তিনি ভাতার টাকা উত্তোলন করেছেন।
এরপর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে তাঁর বয়স্ক ভাতার সুবিধা। ভাতা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, ভোটার তালিকায় তাঁকে মৃত দেখানো হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি এখনো জীবিত আছি, মারা গেলাম কীভাবে।’
কালের পাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আয়নাল হক একটি এনজিওতে গিয়েছিলেন ঋণের জন্য আবেদন করতে। সেখানে গিয়ে জানেন ভোটার তালিকায় তিনি মৃতদের তালিকায় রয়েছেন। তিনি বলেন, ‘আল্লাহ পাক আমাকে এখনো দুনিয়া থেকে তুলে নেননি। আমি জীবিত আছি। মৃতের তালিকায় থাকায় ঝামেলার মধ্যে আছি।’
ধুনট পৌরসভা এলাকার সাইফুল ইসলাম জানান, মরার আগেই কীভাবে তিনি মারা গেলেন বুঝতে পারছেন না। জীবনেও ভাবেননি তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী জানান, অনলাইনে এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) করার সময় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী যাদের মৃত দেখানো হয়েছিল তাঁদের ভাতা বাতিল করা হয়েছে। তথ্য ভান্ডার থেকে জীবিতদের মৃত দেখানো হয়েছে এমন সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির জন্য সুপারিশ করা হয়েছে।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ভোটার তালিকা হালনাগাদের সময় মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্য নির্বাচন কমিশনের ডেটাবেইসে আপডেট করা হয়। তথ্য সংগ্রহকারীদের ভুলেই এমনটা হয়েছে।’
মোকাদ্দেছ আলী আরও বলেন, ‘এখনো পর্যন্ত জীবিত থেকেও মৃত এমন ২১টি আবেদন পেয়েছি। আবেদনগুলো দ্রুত সংশোধনের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই এসব সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’

উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১৩ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
২২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
২৮ মিনিট আগে
ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
১ ঘণ্টা আগে