শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রায় দুই মাস পর দায়িত্ব ফিরে পেলেন বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১২ মে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। পরে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে তাঁদের স্বপদে বহাল রাখার আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা ফয়জুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অফিস করেন জানে আলম খোকা। এ সময় ফিরোজ আহমেদ জুয়েলসহ পৌরসভার অন্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হক লুলু ২০২৩ সালের ১৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন। সেখানে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ২১টি অভিযোগ তুলে ধরেন। বিষয়টি তদন্ত করার জন্য কমিটি গঠন করা হয়। তদন্তে কিছু অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় গত ১২ মে তাঁদের সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়র নাজমুল আলম খোকনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।
একই সঙ্গে ধুনট মোড়ে দোকানঘর বরাদ্দ ও জমি লিজের ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ উদ্দীন আহমেদ জুয়েলকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানে আলম খোকা ও ফিরোজ উদ্দীন আহমেদ জুয়েলের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত রাখেন আদালত। সেই সঙ্গে তাঁদের দায়িত্ব পালনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র জানে আলম খোকা আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর নাগরিকেরা আমাকে বিপুল ভোট নির্বাচিত করে মেয়রের দায়িত্ব দিয়েছেন। কিন্তু একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। হাইকোর্টের আদেশে আমি আবার ফিরে এসেছি। জনগণকে সঙ্গে নিয়েই সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।’

প্রায় দুই মাস পর দায়িত্ব ফিরে পেলেন বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১২ মে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। পরে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে তাঁদের স্বপদে বহাল রাখার আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা ফয়জুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অফিস করেন জানে আলম খোকা। এ সময় ফিরোজ আহমেদ জুয়েলসহ পৌরসভার অন্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হক লুলু ২০২৩ সালের ১৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন। সেখানে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ২১টি অভিযোগ তুলে ধরেন। বিষয়টি তদন্ত করার জন্য কমিটি গঠন করা হয়। তদন্তে কিছু অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় গত ১২ মে তাঁদের সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়র নাজমুল আলম খোকনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।
একই সঙ্গে ধুনট মোড়ে দোকানঘর বরাদ্দ ও জমি লিজের ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ উদ্দীন আহমেদ জুয়েলকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানে আলম খোকা ও ফিরোজ উদ্দীন আহমেদ জুয়েলের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত রাখেন আদালত। সেই সঙ্গে তাঁদের দায়িত্ব পালনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র জানে আলম খোকা আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর নাগরিকেরা আমাকে বিপুল ভোট নির্বাচিত করে মেয়রের দায়িত্ব দিয়েছেন। কিন্তু একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। হাইকোর্টের আদেশে আমি আবার ফিরে এসেছি। জনগণকে সঙ্গে নিয়েই সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।’

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৭ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে