Ajker Patrika

সান্তাহার জংশনে বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 
সান্তাহার জংশনে বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনে বিকল হওয়া বরেন্দ্র এক্সপ্রেস। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনে আজ শনিবার আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ দিন ঘণ্টা ২৫ মিনিট বন্ধ থাকার পর ওই জংশন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সান্তাহার রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন আনার পর ট্রেনটি দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজশাহী অভিমুখে ছেড়ে গেছে। এরপর ওই জংশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে জানা গেছে, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে সান্তাহার রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে বন্ধ হয়ে যায়। এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিনের সহকারী চালক (এএলএম) আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন থেকে ছাড়ার পর আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বরেন্দ্র এক্সপ্রেস আউটার সিগন্যালের কাছে আটকা পড়ে। ৩ দিন ঘণ্টা ২৫ মিনিট পর বিকল্প ট্রেন এনে চলাচল স্বাভাবিক করা হয়।

বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনের যাত্রীরা বিপাকে পড়েন। রাজশাহীগামী সান্তাহারের বাসিন্দা এনামুল হক জানান, তিনি রাজশাহীতে বিভিন্ন দাপ্তরিক কাজে যাবেন। ট্রেন নির্দিষ্ট সময় না যাওয়ায় তিনি কাজ ঠিক সময়ে করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন।

ট্রেন যাত্রী জয়পুরহাটের আল আমিন জানান, তাঁর সঙ্গে রোগী আছেন। রোগীকে চিকিৎসা করানোর জন্য রাজশাহী যাচ্ছেন। এ জন্য তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত