আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনে আজ শনিবার আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ দিন ঘণ্টা ২৫ মিনিট বন্ধ থাকার পর ওই জংশন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন আনার পর ট্রেনটি দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজশাহী অভিমুখে ছেড়ে গেছে। এরপর ওই জংশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে জানা গেছে, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে সান্তাহার রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে বন্ধ হয়ে যায়। এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিনের সহকারী চালক (এএলএম) আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন থেকে ছাড়ার পর আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বরেন্দ্র এক্সপ্রেস আউটার সিগন্যালের কাছে আটকা পড়ে। ৩ দিন ঘণ্টা ২৫ মিনিট পর বিকল্প ট্রেন এনে চলাচল স্বাভাবিক করা হয়।
বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনের যাত্রীরা বিপাকে পড়েন। রাজশাহীগামী সান্তাহারের বাসিন্দা এনামুল হক জানান, তিনি রাজশাহীতে বিভিন্ন দাপ্তরিক কাজে যাবেন। ট্রেন নির্দিষ্ট সময় না যাওয়ায় তিনি কাজ ঠিক সময়ে করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন।
ট্রেন যাত্রী জয়পুরহাটের আল আমিন জানান, তাঁর সঙ্গে রোগী আছেন। রোগীকে চিকিৎসা করানোর জন্য রাজশাহী যাচ্ছেন। এ জন্য তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনে আজ শনিবার আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ দিন ঘণ্টা ২৫ মিনিট বন্ধ থাকার পর ওই জংশন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন আনার পর ট্রেনটি দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজশাহী অভিমুখে ছেড়ে গেছে। এরপর ওই জংশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে জানা গেছে, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে সান্তাহার রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে বন্ধ হয়ে যায়। এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিনের সহকারী চালক (এএলএম) আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন থেকে ছাড়ার পর আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বরেন্দ্র এক্সপ্রেস আউটার সিগন্যালের কাছে আটকা পড়ে। ৩ দিন ঘণ্টা ২৫ মিনিট পর বিকল্প ট্রেন এনে চলাচল স্বাভাবিক করা হয়।
বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনের যাত্রীরা বিপাকে পড়েন। রাজশাহীগামী সান্তাহারের বাসিন্দা এনামুল হক জানান, তিনি রাজশাহীতে বিভিন্ন দাপ্তরিক কাজে যাবেন। ট্রেন নির্দিষ্ট সময় না যাওয়ায় তিনি কাজ ঠিক সময়ে করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন।
ট্রেন যাত্রী জয়পুরহাটের আল আমিন জানান, তাঁর সঙ্গে রোগী আছেন। রোগীকে চিকিৎসা করানোর জন্য রাজশাহী যাচ্ছেন। এ জন্য তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে