বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ঈদের দিন রাতে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নামে মামলা করেন।
মামলায় গত শনি ও গতকাল রোববার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় (ঘোনপাড়া) এ ঘটনা ঘটে।
ককটেল হামলায় আহতরা হলেন বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন। তাঁদের দুজনেরই পায়ে ও মুখে জখম হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাজু হোসেন, রিকি রহমান রুকু, দুলাল হোসেন মন্ডল ও কবির আকন্দ। চারজনের মধ্যে কবির আকন্দ এজাহারভুক্ত এবং অন্য তিনজন সন্দেহভাজন।
বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি জানান, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে সাজু হোসেন বগুড়া শহর যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব এবং অন্যরা যুবদলের কর্মী।
তিনি বলেন, সাজুসহ তিনজনের নাম এজাহারে নেই। তারপরও পুলিশ সন্দেহভাজন হিসেবে তাঁদের এই মামলায় গ্রেপ্তার করেছে।
আহত কনস্টেবল মাহবুব হোসেন জানান, শহরের সুলতানগঞ্জপাড়ার (ঘোনপাড়া) একজন নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান তাঁকে আটকে রেখে মারধর করা হচ্ছে। এ খবর পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ তাঁকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে আটক করতে গেলে ওই যুবকের সঙ্গে থাকা আরও দুই যুবক পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান।
তাঁদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে দুই পুলিশ পায়ে ও মুখে জখমপ্রাপ্ত হন। পরে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন শুক্রবার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নামে থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বগুড়ায় ঈদের দিন রাতে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নামে মামলা করেন।
মামলায় গত শনি ও গতকাল রোববার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় (ঘোনপাড়া) এ ঘটনা ঘটে।
ককটেল হামলায় আহতরা হলেন বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন। তাঁদের দুজনেরই পায়ে ও মুখে জখম হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাজু হোসেন, রিকি রহমান রুকু, দুলাল হোসেন মন্ডল ও কবির আকন্দ। চারজনের মধ্যে কবির আকন্দ এজাহারভুক্ত এবং অন্য তিনজন সন্দেহভাজন।
বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি জানান, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে সাজু হোসেন বগুড়া শহর যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব এবং অন্যরা যুবদলের কর্মী।
তিনি বলেন, সাজুসহ তিনজনের নাম এজাহারে নেই। তারপরও পুলিশ সন্দেহভাজন হিসেবে তাঁদের এই মামলায় গ্রেপ্তার করেছে।
আহত কনস্টেবল মাহবুব হোসেন জানান, শহরের সুলতানগঞ্জপাড়ার (ঘোনপাড়া) একজন নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান তাঁকে আটকে রেখে মারধর করা হচ্ছে। এ খবর পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ তাঁকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে আটক করতে গেলে ওই যুবকের সঙ্গে থাকা আরও দুই যুবক পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান।
তাঁদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে দুই পুলিশ পায়ে ও মুখে জখমপ্রাপ্ত হন। পরে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন শুক্রবার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নামে থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
৩৬ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
৩৮ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে