শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুর উপজেলা বিএনপি সদস্য ও কুসুম্বি ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান দলত্যাগ করেছেন। চার দশক ধরে বিএনপির রাজনীতি করার পর দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পান্না। গতকাল রোববার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তাঁর সঙ্গে শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আবদুল আজিজও যোগদান করেছেন।
দুই বিএনপি নেতার যোগদানের সত্যতা নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা কমিটির সহসভাপতি মো. ইমরান খান। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে ওই দুজন ইসলামী আন্দোলনে যোগদানের পর অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁদের হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দিয়েছেন। এর আগে ওই দুজন তাঁদের দলীয় ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
জানা যায়, রোববার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এক ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হয়। ওই ওয়াজ মাহফিলে দুই বিএনপি নেতা দলটিতে যোগদানের ঘোষণা দেন।
ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া শাখার সিনিয়র নায়েবে আমির আল্লামা আবদুল হক আজাদ।
শাহ আলম পান্না ১৯৮৩ সালে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। ছাত্রজীবন শেষে বিএনপির শহর ও উপজেলা কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ ২০২১ সালে উপজেলা বিএনপি কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি বেশ কয়েক বছর শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদকও ছিলেন। শেরপুরে বিএনপির রাজনীতিতে তাঁদের পরিবার বেশ পরিচিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান নিয়ে আজ সোমবার (৬ মে) দুপুরে শাহ আলম ওরফে পান্না বলেন, ‘বিএনপির চেয়ে ইসলামী আন্দোলনের আদর্শ ভালো। মুসলমান হিসেবে আমাদের ইসলামের পথে থাকতে হবে। তাই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেছি।’
শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আবদুল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর ফোন বন্ধ পাওয়া গেছে।
এ নিয়ে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘শাহ আলম পান্না বিএনপি দলীয় প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছিলেন। তিনি সব সময় বিএনপিকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করেছেন। শাহ আলম পান্না ও আবদুল আজিজের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করায় বিএনপির কোনো ক্ষতি হবে না। বরং তাদের অনুপস্থিতে স্থানীয়ভাবে বিএনপি আরও শক্তিশালী হবে।’
শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, ‘তাঁদের দলত্যাগের বিষয়টি দলের জেলা কমিটিকে অবহিত করা হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের প্রাথমিক সদস্যপদ বাতিল করাসহ সব পদ থেকে অব্যহতি দেওয়া হবে।’

শেরপুর উপজেলা বিএনপি সদস্য ও কুসুম্বি ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান দলত্যাগ করেছেন। চার দশক ধরে বিএনপির রাজনীতি করার পর দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পান্না। গতকাল রোববার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তাঁর সঙ্গে শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আবদুল আজিজও যোগদান করেছেন।
দুই বিএনপি নেতার যোগদানের সত্যতা নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা কমিটির সহসভাপতি মো. ইমরান খান। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে ওই দুজন ইসলামী আন্দোলনে যোগদানের পর অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁদের হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দিয়েছেন। এর আগে ওই দুজন তাঁদের দলীয় ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
জানা যায়, রোববার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এক ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হয়। ওই ওয়াজ মাহফিলে দুই বিএনপি নেতা দলটিতে যোগদানের ঘোষণা দেন।
ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া শাখার সিনিয়র নায়েবে আমির আল্লামা আবদুল হক আজাদ।
শাহ আলম পান্না ১৯৮৩ সালে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। ছাত্রজীবন শেষে বিএনপির শহর ও উপজেলা কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ ২০২১ সালে উপজেলা বিএনপি কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি বেশ কয়েক বছর শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদকও ছিলেন। শেরপুরে বিএনপির রাজনীতিতে তাঁদের পরিবার বেশ পরিচিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান নিয়ে আজ সোমবার (৬ মে) দুপুরে শাহ আলম ওরফে পান্না বলেন, ‘বিএনপির চেয়ে ইসলামী আন্দোলনের আদর্শ ভালো। মুসলমান হিসেবে আমাদের ইসলামের পথে থাকতে হবে। তাই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেছি।’
শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আবদুল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর ফোন বন্ধ পাওয়া গেছে।
এ নিয়ে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘শাহ আলম পান্না বিএনপি দলীয় প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছিলেন। তিনি সব সময় বিএনপিকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করেছেন। শাহ আলম পান্না ও আবদুল আজিজের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করায় বিএনপির কোনো ক্ষতি হবে না। বরং তাদের অনুপস্থিতে স্থানীয়ভাবে বিএনপি আরও শক্তিশালী হবে।’
শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, ‘তাঁদের দলত্যাগের বিষয়টি দলের জেলা কমিটিকে অবহিত করা হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের প্রাথমিক সদস্যপদ বাতিল করাসহ সব পদ থেকে অব্যহতি দেওয়া হবে।’

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
২৫ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
২৮ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৩৯ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে