Ajker Patrika

আবারও সান্তাহারে ট্রেন থেকে হেরোইন উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আবারও সান্তাহারে ট্রেন থেকে হেরোইন উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে ট্রেন থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার উপজেলার সান্তাহার স্টেশনে দাঁড়িয়ে থাকা রূপসা এক্সপ্রেসের ক নম্বর বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ওই হেরোইন উদ্ধার করা হয়। 

এর আগে গত ৬ মার্চ একই ট্রেনের ঙ নম্বর বগি থেকে এক কেজি আট গ্রাম হেরোইন উদ্ধার করেছিল বিজিবি। ওই দিনও কোনো মাদক কারবারিকে আটক করতে পারে নাই। 

আজ মঙ্গলবার বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খুলনা হতে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের ক নম্বর বগি হতে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ১৬ বিজিবি, নওগাঁ। 

এ বিষয়ে বিজিবি ১৬-এর অধিনায়ক লে কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় রূপসা এক্সপ্রেসের ভেতর থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগ থেকেই এই হেরোইন উদ্ধার করা হয়। অভিযানের সময় সান্তাহার রেলওয়ে থানার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়।’ 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি অভিযানের পর রাতেই উদ্ধার হওয়া কথিত হেরোইন থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত