বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে কোরবানির গরুর চামড়াবোঝাই পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় পিকআপচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যান থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরবের টেকেরহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে শ্রাবণ আহম্মেদ (২০), গাজীপুরের বরমী বাজারের পাইটালবাড়ী গ্রামের আব্দুল হাকিমের ছেলে জসিম মিয়া (৩৬) ও জয়পুরহাটের কাশিয়াবাড়ী গ্রামের আব্দুল মুত্তালেবের ছেলে পিকআপ ভ্যানের চালক আরিফ হোসেন (৩৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির গরুর চামড়াবোঝাই পিকআপ ভ্যানে গাঁজার চালান হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে বগুড়ায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বগুড়া-ঢাকা মহাসড়কের বেতগাড়ীতে চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে পিকআপটি চেকপোস্টে থামানো হয়। পরে পিকআপে থাকা ৭০টি কোরবানির গরুর চামড়ার নিচে থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিদর্শক আবির হোসেন জানান, মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়ার শাজাহানপুরে কোরবানির গরুর চামড়াবোঝাই পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় পিকআপচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যান থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরবের টেকেরহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে শ্রাবণ আহম্মেদ (২০), গাজীপুরের বরমী বাজারের পাইটালবাড়ী গ্রামের আব্দুল হাকিমের ছেলে জসিম মিয়া (৩৬) ও জয়পুরহাটের কাশিয়াবাড়ী গ্রামের আব্দুল মুত্তালেবের ছেলে পিকআপ ভ্যানের চালক আরিফ হোসেন (৩৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির গরুর চামড়াবোঝাই পিকআপ ভ্যানে গাঁজার চালান হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে বগুড়ায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বগুড়া-ঢাকা মহাসড়কের বেতগাড়ীতে চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে পিকআপটি চেকপোস্টে থামানো হয়। পরে পিকআপে থাকা ৭০টি কোরবানির গরুর চামড়ার নিচে থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিদর্শক আবির হোসেন জানান, মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাউবোর নীলফামারী উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী বাদী হয়ে জলঢাকা থানায় শুক্র ও শনিবার পৃথক দুটি মামলা করেন। এতে ১৯ ও ২২ জনের নাম উল্লেখ করে ৬৯১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
২ ঘণ্টা আগে
নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসের একটি সংঘবদ্ধ চক্র নিয়মবহির্ভূতভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে। এর মাধ্যমে রোহিঙ্গারা পাচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব।
৭ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া ১৮টি প্রকল্পের বিল এক মাস আগে স্বাক্ষর হলেও এখন পর্যন্ত টাকা পাননি প্রকল্পের সভাপতিরা। অভিযোগ উঠেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর বিলে স্বাক্ষর করিয়ে টাকা আটকে রেখে সভাপতিদের ঘুরাচ্ছে।
৭ ঘণ্টা আগে