Ajker Patrika

বগুড়ায় অটোরিকশা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭

বগুড়া প্রতিনিধি
অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৫ জন। ছবি: আজকের পত্রিকা
অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৫ জন। ছবি: আজকের পত্রিকা

বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে তাঁরা পুলিশের কাছে ধরা পড়ে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের জাকারিয়া (২৪) পলাশবাড়ি গ্রামের মামুন ইসলাম (২৩) চালিতাবাড়ি গ্রামের মেহেদী হাসান (২৪) মহাস্থান মোল্লাপাড়া গ্রামের জহির মোল্লা (১৯) গোকুল গ্রামের মেহেদী হাসান (২০) মহাস্থান পাথরপট্টির রিমন (১৯) এবং মহাস্থান প্রতাপবাজু গ্রামের রহমত আলী স্বপ্ন (১৯)।

উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—রাম দা, চাইনিজ কুড়াল, চাপাতি, লাঠি ও চাকু।

গ্রেপ্তার সাতজনের মধ্যে জাকারিয়া ও মেহেদী হাসান জানায়, মহাস্থান এলাকার হিজড়াদের সঙ্গে বগুড়া শহরের সাবগ্রাম এলাকার হিজড়াদের চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে মহাস্থানের হিজড়াদের এক নেত্রী তাদেরকে ভাড়া করে। তারা সাবগ্রাম এলাকার হিজড়াদের যে কোনো একজনকে খুন করার উদ্দেশ্যে মহাস্থান থেকে সিএনজিচালিত অটোরিকশায় সাবগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে শহরের উত্তর চেলোপাড়ায় পুলিশের চেক পোস্টে তারা ধরা পড়ে।

জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন শনিবার এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা হিজড়াদের এক গ্রুপের পক্ষ নিয়ে আরেক গ্রুপের হিজড়াকে খুন করতে সাবগ্রাম এলাকায় যাচ্ছিল।

এ বিষয়ে আর কারা জড়িত এবং কত টাকা চুক্তি হয়েছিল তা জানা যায়নি। গ্রেপ্তারকৃত সাতজনের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড পেলে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত