শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে বিদেশফেরত এক যুবকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নের বত্রিশ মধ্যপাড়া গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বত্রিশ গ্রামের স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন। এ সময় তাঁরা বলেন, যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত মামুন দীর্ঘ পাঁচ বছর মালয়েশিয়ায় ছিলেন। করোনা মহামারির মধ্যে দেশে ফেরেন তিনি। এদিকে দীর্ঘদিন যাবৎ মামুনের বাবা ও চাচাদের মধ্যে বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন মামুনের চাচাতো ভাইয়ের বউ লুবনা আক্তার ও তাঁর পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া হয়। তখন মামুন ঝগড়া থামাতে গেলে ভাবি লুবনা মামুনের ওপর ক্ষিপ্ত হয়ে থানায় মামলার হুমকি দেন। পরে গত ২২ এপ্রিল থানায় যৌন নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষী ও মামুনের চাচি লিলি বেগম বলেন, ‘আমাকে না জানিয়ে ওই মামলার সাক্ষী করা হয়েছে। আমার ভাতিজা মামুন খুব ভালো ছেলে। সেদিন ঝগড়াঝাঁটিতে শুধু কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। কিন্তু ওই মেয়ে (লুবনা) যৌন হয়রানির মিথ্যা মামলা করেছে। আমি মামুনের মুক্তি চাই।’
মানববন্ধনে বত্রিশ গ্রামের স্থানীয় বাসিন্দা ও শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, মঈনুদ্দিন, নজের আলী, আব্দুর রশিদ, হবিবর রহমান, আজিজার রহমানসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ওই গ্রামের প্রবাসী মাহিনুর ইসলামের স্ত্রী লুবানা খাতুন মামুনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করলে, পুলিশ মামুনকে আটক করে জেলহাজতে পাঠায়।

বগুড়ার শিবগঞ্জে বিদেশফেরত এক যুবকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নের বত্রিশ মধ্যপাড়া গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বত্রিশ গ্রামের স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন। এ সময় তাঁরা বলেন, যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত মামুন দীর্ঘ পাঁচ বছর মালয়েশিয়ায় ছিলেন। করোনা মহামারির মধ্যে দেশে ফেরেন তিনি। এদিকে দীর্ঘদিন যাবৎ মামুনের বাবা ও চাচাদের মধ্যে বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন মামুনের চাচাতো ভাইয়ের বউ লুবনা আক্তার ও তাঁর পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া হয়। তখন মামুন ঝগড়া থামাতে গেলে ভাবি লুবনা মামুনের ওপর ক্ষিপ্ত হয়ে থানায় মামলার হুমকি দেন। পরে গত ২২ এপ্রিল থানায় যৌন নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষী ও মামুনের চাচি লিলি বেগম বলেন, ‘আমাকে না জানিয়ে ওই মামলার সাক্ষী করা হয়েছে। আমার ভাতিজা মামুন খুব ভালো ছেলে। সেদিন ঝগড়াঝাঁটিতে শুধু কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। কিন্তু ওই মেয়ে (লুবনা) যৌন হয়রানির মিথ্যা মামলা করেছে। আমি মামুনের মুক্তি চাই।’
মানববন্ধনে বত্রিশ গ্রামের স্থানীয় বাসিন্দা ও শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, মঈনুদ্দিন, নজের আলী, আব্দুর রশিদ, হবিবর রহমান, আজিজার রহমানসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ওই গ্রামের প্রবাসী মাহিনুর ইসলামের স্ত্রী লুবানা খাতুন মামুনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করলে, পুলিশ মামুনকে আটক করে জেলহাজতে পাঠায়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৫ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে