বগুড়া প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
রায় ঘোষণাকে কেন্দ্র করে দুপুর পর থেকেই শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা সমবেত হতে শুরু করেন। সেখানে দলীয় কার্যালয়ের সামনেই তাঁরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সরকার বিরোধী স্লোগান দেন।
বিকেলে তারেক রহমান ও ডা. জোবায়দার সাজার রায় ঘোষণার খবর পেয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে নবাববাড়ী সড়ক হয়ে জেলা জজ আদালতের সামনে দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যান। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও বিএনপি নেতা সহিদ উন নবী সালাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, এটি সরকারের নির্দেশে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়। দেশের মানুষ অবৈধ সরকার ও তার প্রশাসনের রায় মানে না। সরকার পতনের এক দফা দাবি আদায়ের মাধমে এই রায়ের জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তাঁরা।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে শহরে নিরাপত্তা জোরদার করা হয়। শহরের ভেতরে এবং সড়ক ও মহাসড়কে দিনভর পুলিশ টহল দিতে দেখা যায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
রায় ঘোষণাকে কেন্দ্র করে দুপুর পর থেকেই শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা সমবেত হতে শুরু করেন। সেখানে দলীয় কার্যালয়ের সামনেই তাঁরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সরকার বিরোধী স্লোগান দেন।
বিকেলে তারেক রহমান ও ডা. জোবায়দার সাজার রায় ঘোষণার খবর পেয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে নবাববাড়ী সড়ক হয়ে জেলা জজ আদালতের সামনে দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যান। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও বিএনপি নেতা সহিদ উন নবী সালাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, এটি সরকারের নির্দেশে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়। দেশের মানুষ অবৈধ সরকার ও তার প্রশাসনের রায় মানে না। সরকার পতনের এক দফা দাবি আদায়ের মাধমে এই রায়ের জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তাঁরা।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে শহরে নিরাপত্তা জোরদার করা হয়। শহরের ভেতরে এবং সড়ক ও মহাসড়কে দিনভর পুলিশ টহল দিতে দেখা যায়।

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
১৯ মিনিট আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২৫ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
২৭ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
৩১ মিনিট আগে