Ajker Patrika

উপজেলা পরিষদ নির্বাচন: গাবতলীর রবিনের আয় বেশি, ব্যাংকঋণও বেশি

গনেশ দাস, বগুড়া
উপজেলা পরিষদ নির্বাচন: গাবতলীর রবিনের আয় বেশি, ব্যাংকঋণও বেশি

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাওয়া রফিনেওয়াজ খান রবিন আয়ের দিক থেকে প্রতিপক্ষ অরুণ কান্তি রায় সিটনের তুলনায় এগিয়ে রয়েছেন। তাঁর ব্যাংকঋণের পরিমাণও বেশি।

রবিন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান। অন্যদিকে সিটন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য। তাঁদের দাখিল করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, রবিন বাড়ি ভাড়া, ব্যবসা ও চেয়ারম্যান হিসেবে সম্মানী ভাতা বাবদ বছরে আয় করেন ৬৮ লাখ ৭৬ হাজার টাকা। তিনি এনসিসি ব্যাংক বগুড়ার বড়গোলা শাখা থেকে ঋণ নিয়েছেন ১ কোটি ২২ লাখ ৬৬ হাজার টাকা।

অন্যদিকে সিটনের বার্ষিক আয় ১৪ লাখ ১৬ হাজার ১৬৯ টাকা। তিনি ব্যবসা ও শিক্ষকতা পেশা থেকে এই আয় করেন। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক শাখা থেকে ১৫ লাখ টাকা স্যালারি ঋণ নিয়েছেন।

সিটনের স্ত্রীর নামে রয়েছে ৫০ ভরি স্বর্ণালংকার। পক্ষান্তরে রবিনের স্ত্রীর রয়েছে ১৫ ভরি স্বর্ণালংকার এবং নিজের আছে ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার। রবিন উল্লেখ করেছেন, তাঁর নিজের নামে ১ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের অকৃষি জমি ও ১ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৪৩৪ টাকা মূল্যের বাড়ি রয়েছে। আর সিটনের নিজের নামে এক শতক জমির ওপর একটি অ্যাপার্টমেন্ট রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত