Ajker Patrika

বগুড়ায় হরতালের আগের রাতে ৩ গাড়িতে আগুন, বিএনপির ২ কর্মী আটক

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭: ৫৫
বগুড়ায় হরতালের আগের রাতে ৩ গাড়িতে আগুন, বিএনপির ২ কর্মী আটক

বগুড়ায় বিএনপির ডাকা হরতালের আগের রাতে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া হরতালের সমর্থনের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ বিএনপির দুই কর্মীকে আটক করেছে। 

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের কানছগাড়ি এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি শেরপুর সড়ক ধরে সিটি স্কুলে সামনে পৌঁছে সমাবেশের আয়োজন করে। এ সময় ওই সড়ক দিয়ে একটি যাত্রীবাহী বাস যাওয়ার সময় হরতাল সমর্থকেরা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ হরতাল সমর্থকদের ধাওয়া করে মন্তেজার ও জাহিদ নামের বিএনপির দুই কর্মীকে আটক করে। এ সময় পুলিশ অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে।

এদিকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর বগুড়া-ঢাকা মহাসড়কে বনানী এলাকায় একটি ট্রাকে, তিনমাথা এলাকায় একটি যাত্রীবিহীন বাসে এবং দ্বিতীয় বাইপাস মহাসড়কে জয়বাংলা এলাকায় একটি দুধ বহনকারী লড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার। তিনি বলেন, গাড়ি ভাঙচুরের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া রাতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত