Ajker Patrika

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি
ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
ভোলায় অসুস্থ ব্যক্তিকে কোস্ট গার্ডের সেবা। ছবি: সংগৃহীত

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসাসেবা দিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আজ রোববার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, আজ শামসুল হুদা (৫৪) নামের এক ব্যক্তি ঢাকা থেকে কর্ণফুলী-৯ লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ভোররাত ৩টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে স্টাফ অফিসার (অপারেশনস) দক্ষিণ জোনকে অবহিত করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জোনাল কমান্ডার দক্ষিণ জোনের নির্দেশে কোস্ট গার্ড বেস ভোলা থেকে একটি মেডিকেল টিম খেয়াঘাট লঞ্চঘাটে পাঠানো হয়।

ভোর ৫টায় লঞ্চটি খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিকেল টিম অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কোস্ট গার্ডের যানবাহনযোগে ভোলা সদরের সরকারি হাসপাতালে স্থানান্তর করে।

পরে কোস্ট গার্ডের উপস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক যথাসময়ে সুচিকিৎসা পাওয়ায় উক্ত ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

ভোলায় অসুস্থ ব্যক্তিকে কোস্ট গার্ডের সেবা। ছবি: সংগৃহীত
ভোলায় অসুস্থ ব্যক্তিকে কোস্ট গার্ডের সেবা। ছবি: সংগৃহীত

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, কোস্ট গার্ড উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লিখিত ঘটনাটি এর একটি বাস্তব প্রমাণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত