ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে বড় আকারের ইলিশের পর এবার জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির আইড় মাছ। আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি ১৮ হাজার ৩৩০ টাকায় বিক্রি হয়।
মাছটি ক্রয় করেন ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী। তিনি জানান, মাছটি বরিশালের পাইকারি বাজারে ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি করা যাবে বলে আশা করছেন।
মাছ ব্যবসায়ী মো. ইউনুছ জানান, সোমবার সকালে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে আলাউদ্দিন মাঝির একটি ট্রলারে মাছ শিকারে গেলে অন্যান্য মাছের সঙ্গে জালে ধরা পড়ে বিশালাকৃতির আইড় মাছটি। দুপুরে তুলাতুলি ঘাটে এনে মাছটি বিক্রির জন্য তোলা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশ নেন একাধিক আড়তদার ও মাছ ব্যবসায়ী। সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি কেনেন জসিম ব্যাপারী।
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘জাটকা রক্ষায় বিগত সময়ে জেলাপর্যায়ে যেসব অভিযান পরিচালিত হয়েছে, তা সফল হয়েছে। নদীতে অবৈধ জাল অপসারণের ফলে এখন বড় আকারের ইলিশ, আইড়সহ অন্যান্য মাছ জেলেদের জালে ধরা পড়ছে।’
মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে, যার সুফল আরও বেশি সংখ্যক মৎস্য প্রজাতি আহরণের মধ্য দিয়ে পাওয়া যাবে।’
এর আগে ১৯ জুন একই এলাকার তুলাতুলি মাছ ঘাটে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। সেটি নিলামে ৬ হাজার ৪৮০ টাকায় কিনে নেন আড়তদার মো. কামাল হোসেন।

ভোলার মেঘনা নদীতে বড় আকারের ইলিশের পর এবার জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির আইড় মাছ। আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি ১৮ হাজার ৩৩০ টাকায় বিক্রি হয়।
মাছটি ক্রয় করেন ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী। তিনি জানান, মাছটি বরিশালের পাইকারি বাজারে ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি করা যাবে বলে আশা করছেন।
মাছ ব্যবসায়ী মো. ইউনুছ জানান, সোমবার সকালে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে আলাউদ্দিন মাঝির একটি ট্রলারে মাছ শিকারে গেলে অন্যান্য মাছের সঙ্গে জালে ধরা পড়ে বিশালাকৃতির আইড় মাছটি। দুপুরে তুলাতুলি ঘাটে এনে মাছটি বিক্রির জন্য তোলা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশ নেন একাধিক আড়তদার ও মাছ ব্যবসায়ী। সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি কেনেন জসিম ব্যাপারী।
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘জাটকা রক্ষায় বিগত সময়ে জেলাপর্যায়ে যেসব অভিযান পরিচালিত হয়েছে, তা সফল হয়েছে। নদীতে অবৈধ জাল অপসারণের ফলে এখন বড় আকারের ইলিশ, আইড়সহ অন্যান্য মাছ জেলেদের জালে ধরা পড়ছে।’
মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে, যার সুফল আরও বেশি সংখ্যক মৎস্য প্রজাতি আহরণের মধ্য দিয়ে পাওয়া যাবে।’
এর আগে ১৯ জুন একই এলাকার তুলাতুলি মাছ ঘাটে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। সেটি নিলামে ৬ হাজার ৪৮০ টাকায় কিনে নেন আড়তদার মো. কামাল হোসেন।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৭ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৩ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৪ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩০ মিনিট আগে