Ajker Patrika

৫ দফা দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, অনশনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৯ জুন ২০২৫, ১৮: ১৬
৫ দফা দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, অনশনের হুঁশিয়ারি
বরিশালে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

শিক্ষক সংকটসহ পাঁচ দফা দাবিতে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী ব্লকেড কর্মসূচি করেছেন। আজ রোববার দুপুরে কলেজসংলগ্ন হাসপাতাল রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের অভাব, অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তার ঘাটতি এবং মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এসব সমস্যার সমাধান না হলে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশন এবং কলেজের সব দপ্তরে তালা লাগানোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া, সমাজকর্ম বিভাগের সাইফুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের তানজিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই। অল্প বৃষ্টিতে ক্যাম্পাস পানিতে তলিয়ে যায়। ছাত্রাবাসের অধিকাংশ কক্ষ বসবাসের অনুপযোগী। শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস হয় না। এসব সমস্যার দ্রুত সমাধান চাই আমরা।’

শিক্ষার্থীরা আরও জানান, পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষ বৃদ্ধি, আধুনিক অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ক্যাম্পাস এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। এসব দাবি আদায়ে এর আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত