Ajker Patrika

বাংলাদেশে বাক্‌স্বাধীনতায় কোনো বাধা নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৯: ৪৩
বাংলাদেশে বাক্‌স্বাধীনতায় কোনো বাধা নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশের সাংবাদিকেরা যেটা ইচ্ছা সেটা লিখতে পারে। বাক্‌স্বাধীনতায় এ দেশে কোনো বাধা নেই।  

আজ শুক্রবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রদত্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল সাংবাদিক ইউনিয়ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, ‘শপথ গ্রহণ করে আমি বরিশাল নগরের উন্নয়নে কাজ শুরু করেছি। মন্ত্রী, সচিবদের সঙ্গে দেখা করেছি। নগরবাসীর কাছে যে অঙ্গীকার করেছি তা পালন করা হবে।’

চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার। অনুষ্ঠানে ৩১ জন পেশাজীবী সাংবাদিকের মধ্যে চেক বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত