বেতাগী (বরগুনা) প্রতিনিধি

শতবর্ষী হাজেরা খাতুন তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি। তবে তিনি বলেন, ‘মনে হয় জীবনের শেষ ভোট দিলাম।’ আজ বুধবার বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোট দিয়েছেন তিনি। কাজিরাবাদ দীঘিরপাড় দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই ভোট দেন তিনি।
৩ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ দীঘিরপাড় দাখিল মাদ্রাসাকেন্দ্রে দেখা গেছে, হাজেরা খাতুন অন্যের সহযোগিতায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। এ সময় জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দেবরের সহযোগিতায় ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। অনেক দিন পর নিজের ভোট নিজেই দিলাম। যারে ভোট দিয়েছি, এই নাম আমি গোপন রাখমু। আশা করি, আমার চেয়ারম্যান প্রার্থী জয়ী হবে।’
হাজেরা আরও বলেন, জীবনের শেষ সময়ে নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে পারছি এ জন্য খুব ভালো লাগছে। ভোটকেন্দ্রে কষ্ট করে এলেও ভোট দেওয়া শেষে আর কষ্ট লাগছে না বলেও জানান তিনি।
হাজেরা খাতুনের দেবর মতিউর রহমান মোল্লা বলেন, ‘ভোটকেন্দ্রের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা ভালো থাকায় ভোট দিতে কোনো সমস্যা হয়নি। এই শেষ বয়সে আমার ভাবি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমরা খুশি।’
আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। বৃষ্টির কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম। এ ইউপিতে মোট ভোটার ১৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে ৬ হাজার ৬০১ জন পুরুষ এবং ৬ হাজার ৫৬৭ জন নারী। ৯টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।

শতবর্ষী হাজেরা খাতুন তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি। তবে তিনি বলেন, ‘মনে হয় জীবনের শেষ ভোট দিলাম।’ আজ বুধবার বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোট দিয়েছেন তিনি। কাজিরাবাদ দীঘিরপাড় দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই ভোট দেন তিনি।
৩ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ দীঘিরপাড় দাখিল মাদ্রাসাকেন্দ্রে দেখা গেছে, হাজেরা খাতুন অন্যের সহযোগিতায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। এ সময় জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দেবরের সহযোগিতায় ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। অনেক দিন পর নিজের ভোট নিজেই দিলাম। যারে ভোট দিয়েছি, এই নাম আমি গোপন রাখমু। আশা করি, আমার চেয়ারম্যান প্রার্থী জয়ী হবে।’
হাজেরা আরও বলেন, জীবনের শেষ সময়ে নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে পারছি এ জন্য খুব ভালো লাগছে। ভোটকেন্দ্রে কষ্ট করে এলেও ভোট দেওয়া শেষে আর কষ্ট লাগছে না বলেও জানান তিনি।
হাজেরা খাতুনের দেবর মতিউর রহমান মোল্লা বলেন, ‘ভোটকেন্দ্রের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা ভালো থাকায় ভোট দিতে কোনো সমস্যা হয়নি। এই শেষ বয়সে আমার ভাবি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমরা খুশি।’
আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। বৃষ্টির কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম। এ ইউপিতে মোট ভোটার ১৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে ৬ হাজার ৬০১ জন পুরুষ এবং ৬ হাজার ৫৬৭ জন নারী। ৯টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।

যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৩ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
১ ঘণ্টা আগে