Ajker Patrika

সন্তানকে ছুঁয়ে দেখা হলো না রিয়াজের

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৯: ০১
সন্তানকে ছুঁয়ে দেখা হলো না রিয়াজের

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রিয়াজ। জন্মের পর শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তখনো শিশুকে ছুঁয়ে দেখা হয়নি তাঁর। তার চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রিয়াজ। বরগুনার বেতাগীতে তাঁর বাড়ি। অভিযান-১০ লঞ্চের যাত্রী ছিলেন। বাড়ি পৌঁছানোর আগেই আগুনে প্রাণ হারান রিয়াজ। 

রিয়াজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে। ২২ দিনের শিশুসন্তানকে বুকে আগলে অনবরত কেঁদে চলেছেন রিয়াজের অসহায় স্ত্রী মুক্তা। বাকশূন্য হয়ে পড়েছেন রিয়াজের বাবা হাবিবুর রহমান। 

আজ শনিবার দুপুরে বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রিয়াজের বাড়িতে যান বরগুনা ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরা। সাংসদকে দেখে চিৎকার করে বিলাপ করতে থাকেন মুক্তা। বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল রিয়াজ। এখন আমরা পথে বসে গেছি। আমাদের ভবিষ্যৎ অন্ধকার।’ একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে বৃদ্ধ বাবা হাবিবুর রহমানও বাকরুদ্ধ হয়ে গেছেন। 

জানা যায়, প্রথম সন্তানের ১০ বছর পরে ২২ দিন আগে দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছে রিয়াজ ও মুক্তা বেগম দম্পতির। জন্মের পর থেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হয় শিশুটি। অফিস থেকে ছুটি না পাওয়ায় শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটিতে বাড়ি থাকার জন্য গত বৃহস্পতিবার অভিযান-১০ লঞ্চে করে বরগুনার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু ছেলে সিফাতুল্লাহকে ছুঁয়ে দেখার সৌভাগ্য তাঁর হলো না!

সাংসদ সুলতানা নাদিরা রিয়াজের সন্তানের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন। এ সময় তিনি বলেন, বরগুনার নিহত প্রত্যেক পরিবারকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা করবেন তিনি। পাশাপাশি তাঁদের পরিবারেরও সার্বিক খোঁজখবর নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত