নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য ড. শুচীতা শরমিন এবং সহ-উপাচার্য ড. গোলাম রাব্বানীর দ্বন্দ্বের জেরে চিঠি চালাচালি চলছেই। সহ-উপাচার্যের ডাকা একাডেমিকবিষয়ক সভাকে বিধিবহির্ভূত দাবি করে উপাচার্য সে সভায় বিভাগীয় চেয়ারম্যানদের যেতে বারণ করে সম্প্রতি চিঠি দিয়েছেন। এবার সহ-উপাচার্য দাবি করেছেন, উপাচার্যের ওই চিঠির জেরে আগের সব একাডেমিক সভা অবৈধ হয়ে যেতে পারে। এ কারণে তিনি উপাচার্যকে তাঁর চিঠি প্রত্যাহারের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন।
সহ-উপাচার্য গোলাম রাব্বানীর দপ্তর গতকাল রোববার এ-সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে, উপাচার্য শুচীতা শরমিন তাঁর চিঠি প্রত্যাহার না করলে বিগত সব একাডেমিক সভা অবৈধ হয়ে যাবে। এর আগে ৫ ফেব্রুয়ারি সহ-উপাচার্য এক চিঠিতে ৯ ফেব্রুয়ারি একাডেমিক সভা ডাকেন। তবে ৬ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় চেয়ারম্যানদের বলা হয়, ‘সহ-উপাচার্যের নির্দেশক্রমে পাঠানো পত্রটি নিয়মবহির্ভূত। ওই পত্রটি কোনোভাবেই আমলে না নেওয়ার জন্য উপাচার্যের নির্দেশে অনুরোধ করা হলো।’
এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, আইন অনুযায়ী তাঁর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় দেখা। সে কারণে তিনি ৯ ফেব্রুয়ারি একাডেমিকবিষয়ক এক সভায় চেয়ারম্যানদের আসার আহ্বান জানান। কিন্তু ভিসি পাল্টা চিঠি দিয়ে বলেন, তাঁর (সহ-উপাচার্য) ডাকা সভা বিধিবহির্ভূত। সেটাই যদি হয়, তাহলে পূর্বের একাডেমিক, পরীক্ষা-সংক্রান্ত সব চিঠিই অবৈধ। তাই তিনি এটি প্রত্যাহারের জন্য রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন।
এ বিষয়ে জানতে ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
বরিশাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য শুচীতা শরমিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য ড. শুচীতা শরমিন এবং সহ-উপাচার্য ড. গোলাম রাব্বানীর দ্বন্দ্বের জেরে চিঠি চালাচালি চলছেই। সহ-উপাচার্যের ডাকা একাডেমিকবিষয়ক সভাকে বিধিবহির্ভূত দাবি করে উপাচার্য সে সভায় বিভাগীয় চেয়ারম্যানদের যেতে বারণ করে সম্প্রতি চিঠি দিয়েছেন। এবার সহ-উপাচার্য দাবি করেছেন, উপাচার্যের ওই চিঠির জেরে আগের সব একাডেমিক সভা অবৈধ হয়ে যেতে পারে। এ কারণে তিনি উপাচার্যকে তাঁর চিঠি প্রত্যাহারের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন।
সহ-উপাচার্য গোলাম রাব্বানীর দপ্তর গতকাল রোববার এ-সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে, উপাচার্য শুচীতা শরমিন তাঁর চিঠি প্রত্যাহার না করলে বিগত সব একাডেমিক সভা অবৈধ হয়ে যাবে। এর আগে ৫ ফেব্রুয়ারি সহ-উপাচার্য এক চিঠিতে ৯ ফেব্রুয়ারি একাডেমিক সভা ডাকেন। তবে ৬ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় চেয়ারম্যানদের বলা হয়, ‘সহ-উপাচার্যের নির্দেশক্রমে পাঠানো পত্রটি নিয়মবহির্ভূত। ওই পত্রটি কোনোভাবেই আমলে না নেওয়ার জন্য উপাচার্যের নির্দেশে অনুরোধ করা হলো।’
এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, আইন অনুযায়ী তাঁর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় দেখা। সে কারণে তিনি ৯ ফেব্রুয়ারি একাডেমিকবিষয়ক এক সভায় চেয়ারম্যানদের আসার আহ্বান জানান। কিন্তু ভিসি পাল্টা চিঠি দিয়ে বলেন, তাঁর (সহ-উপাচার্য) ডাকা সভা বিধিবহির্ভূত। সেটাই যদি হয়, তাহলে পূর্বের একাডেমিক, পরীক্ষা-সংক্রান্ত সব চিঠিই অবৈধ। তাই তিনি এটি প্রত্যাহারের জন্য রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন।
এ বিষয়ে জানতে ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
বরিশাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য শুচীতা শরমিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে