ঢামেক প্রতিবেদক

ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির নাম তামিম হাসান (৮)।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. এসএম আইউব হোসেন জানান, শিশুটির শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় আরও একজনকে আইসিইউতে রাখা হয়েছে। আর সব মিলিয়ে ভর্তি রয়েছে ১৩ জন।
তামিমের পরিবার সূত্রে জানা গেছে, তামিম তার মা বাবার সঙ্গে বরগুনায় থাকত। তার নানার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। লঞ্চ দুর্ঘটনার ১০-১২ দিন আগে মা জিয়াসমিনের (২৮) সঙ্গে নানার বাড়িতে এসেছিল তামিম ও তামিমের বোন মাহিনুর (৬)। ঢাকা থেকে বরগুনায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা। প্রথমে দগ্ধ অবস্থায় তাদের বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাদের ৩ জনকে ঢাকায় নিয়ে আসার পথে মাওয়া ঘাটে তামিমের বোন মাহিনুরের মৃত্যু হয়।
উল্লেখ্য, এর আগে গত বুধবার সন্ধ্যায় আইসিইউতে মৃত্যু হয় শাহিনুর খাতুন স্বপ্না (৪০) নামে এক নারীর। আর ঘটনার পরদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাবিব খান (৪৫) নামে এক একজন।

ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির নাম তামিম হাসান (৮)।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. এসএম আইউব হোসেন জানান, শিশুটির শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় আরও একজনকে আইসিইউতে রাখা হয়েছে। আর সব মিলিয়ে ভর্তি রয়েছে ১৩ জন।
তামিমের পরিবার সূত্রে জানা গেছে, তামিম তার মা বাবার সঙ্গে বরগুনায় থাকত। তার নানার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। লঞ্চ দুর্ঘটনার ১০-১২ দিন আগে মা জিয়াসমিনের (২৮) সঙ্গে নানার বাড়িতে এসেছিল তামিম ও তামিমের বোন মাহিনুর (৬)। ঢাকা থেকে বরগুনায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা। প্রথমে দগ্ধ অবস্থায় তাদের বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাদের ৩ জনকে ঢাকায় নিয়ে আসার পথে মাওয়া ঘাটে তামিমের বোন মাহিনুরের মৃত্যু হয়।
উল্লেখ্য, এর আগে গত বুধবার সন্ধ্যায় আইসিইউতে মৃত্যু হয় শাহিনুর খাতুন স্বপ্না (৪০) নামে এক নারীর। আর ঘটনার পরদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাবিব খান (৪৫) নামে এক একজন।

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১৫ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১৮ মিনিট আগে