নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার তুহিন। গতকাল রোববার বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন। তবে এরপর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাঁর অফিশিয়াল মোবাইল ফোনটি থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীনের কাছে।
এ ব্যাপারে জানতে চাইলে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘ফেসবুকে দেওয়া তাঁর স্ট্যাটাস আমরা দেখতে পেয়েছি। তবে এখনো তাঁর কোনো রিজাইন লেটার (অব্যাহতিপত্র) আমার হাতে আসেনি। তিনি হয়তো হতাশা থেকে এই স্ট্যাটাস দিয়েছেন।’
ওসির অফিশিয়াল নম্বরে ফোন করা হলে এইচ এম শাহীন বলেন, ‘আমিও ফেসবুকে তাঁর দেওয়া স্ট্যাটাসের খবর পেয়েছি। তবে তিনি এখনো চাকরি ছাড়েননি। তিনি বর্তমানে ছুটিতে আছেন। তাঁর ব্যক্তিগত ফোন নম্বরটি বন্ধ রয়েছে।’
ওসি গোলাম সরোয়ার তুহিন তাঁর দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি নতুন প্রজন্মের কাছে আমার মুক্তিযোদ্ধার কোটায় থাকা চাকরিটি ছেড়ে দিলাম। তারা নতুন উদ্যমে জায়গা পূরণ করে নেবেন এবং প্রত্যাশিতভাবে দেশকে সাজাবেন, এ অনুরোধ রাখলাম।’
ওসি আরও লিখেন, ‘আমি আমার বাবার দেখানো নীতিতেই বাকিটা পথ হাঁটব। বাবা বলেছিলেন, “যেখানে সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নিও।” সাধারণ জনগণের কাছে পুলিশ যেভাবে অসম্মানিত হলেন, সে ইমেজ নিয়ে কীভাবে জনগণের সেবা করব। আমি আমার বাবার সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিদায় জানালাম। আমি স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য আবেদনপত্র পাঠিয়ে দিলাম। তবে আইন পেশার সঙ্গেই যুক্ত থাকব। সবার জন্য শুভকামনা রইল। আমিন, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।’

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার তুহিন। গতকাল রোববার বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন। তবে এরপর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাঁর অফিশিয়াল মোবাইল ফোনটি থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীনের কাছে।
এ ব্যাপারে জানতে চাইলে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘ফেসবুকে দেওয়া তাঁর স্ট্যাটাস আমরা দেখতে পেয়েছি। তবে এখনো তাঁর কোনো রিজাইন লেটার (অব্যাহতিপত্র) আমার হাতে আসেনি। তিনি হয়তো হতাশা থেকে এই স্ট্যাটাস দিয়েছেন।’
ওসির অফিশিয়াল নম্বরে ফোন করা হলে এইচ এম শাহীন বলেন, ‘আমিও ফেসবুকে তাঁর দেওয়া স্ট্যাটাসের খবর পেয়েছি। তবে তিনি এখনো চাকরি ছাড়েননি। তিনি বর্তমানে ছুটিতে আছেন। তাঁর ব্যক্তিগত ফোন নম্বরটি বন্ধ রয়েছে।’
ওসি গোলাম সরোয়ার তুহিন তাঁর দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি নতুন প্রজন্মের কাছে আমার মুক্তিযোদ্ধার কোটায় থাকা চাকরিটি ছেড়ে দিলাম। তারা নতুন উদ্যমে জায়গা পূরণ করে নেবেন এবং প্রত্যাশিতভাবে দেশকে সাজাবেন, এ অনুরোধ রাখলাম।’
ওসি আরও লিখেন, ‘আমি আমার বাবার দেখানো নীতিতেই বাকিটা পথ হাঁটব। বাবা বলেছিলেন, “যেখানে সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নিও।” সাধারণ জনগণের কাছে পুলিশ যেভাবে অসম্মানিত হলেন, সে ইমেজ নিয়ে কীভাবে জনগণের সেবা করব। আমি আমার বাবার সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিদায় জানালাম। আমি স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য আবেদনপত্র পাঠিয়ে দিলাম। তবে আইন পেশার সঙ্গেই যুক্ত থাকব। সবার জন্য শুভকামনা রইল। আমিন, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে