আরিফ রহমান, ঝালকাঠি
সময় তখন বেলা ২টা। তৃতীয় শ্রেণিতে চার শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছিলেন এক শিক্ষক। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে একজন করে উপস্থিত দুই শিক্ষার্থী এক কক্ষে বসে গল্প করছিল। সেখানে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না।
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৯৯ নম্বর উ. পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায় এ চিত্র। তখন প্রাক্-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির হাজিরা খাতায় কোনো শিক্ষার্থীর উপস্থিতি ছিল না। কিন্তু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে শিক্ষকেরা তৎক্ষণাৎ খাতা ভরাতে শুরু করেন।
বিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী, শিক্ষার্থী সংখ্যা ৫১ জন হলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন উপস্থিত থাকে ১০ থেকে ১৫ জন। অথচ এ বিদ্যালয়ে কর্মরত পাঁচ শিক্ষক।
বিদ্যালয়টিতে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ থাকলেও সেটি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সাহিদা খানম বলেন, ‘মাল্টিমিডিয়া সামগ্রী এক মাস আগে পেয়েছি, এখনো সেটআপ হয়নি।’
এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিদ্যালয়ের সরকারি ল্যাপটপ বাসায় নিয়ে গেছেন এবং তা দিয়ে ব্যক্তিগত কাজ করছেন। তবে তাঁর দাবি, ‘ঈদের ছুটির পর স্কুলে না এনে বাসায় রেখেছি, মূল্যায়ন পরীক্ষার কাজে ব্যবহার করছি।’
শিক্ষার্থীদের বিষয়ে সাহিদা খানম বলেন, ‘আমার স্কুলে কাগজ-কলমে ৫১ জন শিক্ষার্থী। প্রতিদিন ৩০-৩৫ জন আসে। আজ হয়তো হাজিরা খাতায় কিছু লেখা হয়নি। দয়া করে সংবাদ প্রকাশ করবেন না, এটি মান-ইজ্জতের প্রশ্ন।’
এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, ‘সরকারি ল্যাপটপ চুরির ভয়ে বাড়িতে রাখা হলেও তা প্রতিদিন বিদ্যালয়ে আনতে হবে। হাজিরা ক্লাস চলাকালেই নিতে হবে। শিক্ষার্থীদের উপস্থিতি যে এতটা কম, তা আমার জানা ছিল না। সোমবার আমি বিদ্যালয়টি পরিদর্শনে যাব এবং প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সব শিক্ষককে শোকজ করা হবে।’
সময় তখন বেলা ২টা। তৃতীয় শ্রেণিতে চার শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছিলেন এক শিক্ষক। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে একজন করে উপস্থিত দুই শিক্ষার্থী এক কক্ষে বসে গল্প করছিল। সেখানে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না।
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৯৯ নম্বর উ. পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায় এ চিত্র। তখন প্রাক্-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির হাজিরা খাতায় কোনো শিক্ষার্থীর উপস্থিতি ছিল না। কিন্তু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে শিক্ষকেরা তৎক্ষণাৎ খাতা ভরাতে শুরু করেন।
বিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী, শিক্ষার্থী সংখ্যা ৫১ জন হলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন উপস্থিত থাকে ১০ থেকে ১৫ জন। অথচ এ বিদ্যালয়ে কর্মরত পাঁচ শিক্ষক।
বিদ্যালয়টিতে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ থাকলেও সেটি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সাহিদা খানম বলেন, ‘মাল্টিমিডিয়া সামগ্রী এক মাস আগে পেয়েছি, এখনো সেটআপ হয়নি।’
এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিদ্যালয়ের সরকারি ল্যাপটপ বাসায় নিয়ে গেছেন এবং তা দিয়ে ব্যক্তিগত কাজ করছেন। তবে তাঁর দাবি, ‘ঈদের ছুটির পর স্কুলে না এনে বাসায় রেখেছি, মূল্যায়ন পরীক্ষার কাজে ব্যবহার করছি।’
শিক্ষার্থীদের বিষয়ে সাহিদা খানম বলেন, ‘আমার স্কুলে কাগজ-কলমে ৫১ জন শিক্ষার্থী। প্রতিদিন ৩০-৩৫ জন আসে। আজ হয়তো হাজিরা খাতায় কিছু লেখা হয়নি। দয়া করে সংবাদ প্রকাশ করবেন না, এটি মান-ইজ্জতের প্রশ্ন।’
এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, ‘সরকারি ল্যাপটপ চুরির ভয়ে বাড়িতে রাখা হলেও তা প্রতিদিন বিদ্যালয়ে আনতে হবে। হাজিরা ক্লাস চলাকালেই নিতে হবে। শিক্ষার্থীদের উপস্থিতি যে এতটা কম, তা আমার জানা ছিল না। সোমবার আমি বিদ্যালয়টি পরিদর্শনে যাব এবং প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সব শিক্ষককে শোকজ করা হবে।’
মানিকগঞ্জের সিংগাইরে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন।
২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ থেকে খুলনায় গিয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তাঁদের। এর আগে এদিন সেনা-পুলিশ পাহারায় নাহিদ, আখতারসহ এনসিপি নেতারা গোপালগঞ্জ ছাড়েন বলে জানায় বিবিসি।
৭ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা-ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে সড়ক অবরোধ করে রাখা হয়।
১০ মিনিট আগেআজ বুধবারের এই ঘটনা সম্পর্কে ট্রাইব্যুনালে আসামিদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কনস্টেবল সাইফুর রহমান বলেন, ‘মামলার শুনানি শেষ হওয়ার পর আসামিকে কাঠগড়া থেকে নামিয়ে হাজতখানায় নিতে যাই। আসামির নাম জিজ্ঞাসা করি। কিছু না বলে আসামি কাঠগড়ার এক পাশে সরে যান। কিছুক্ষণ পর তাঁকে মাটিতে পড়ে যেতে দেখি।
১৫ মিনিট আগে