মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রী (১৪) নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় পরিবারের পক্ষে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ ছাত্রীর পরিবার জানায়, গতকাল সকালে ক্লাস করার উদ্দেশে সে বাড়ি থেকে বের হয়। বেলা ৩টার পরও বাড়িতে না ফেরায় তার মা-বাবা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। শিক্ষকেরা জানান, সে ক্লাস শেষে প্রতিদিনের মতো বেরিয়ে যায়। কিন্তু আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই রাতেই ছাত্রীর মা মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ছাত্রীর মা বলেন, ‘আমি প্রতিদিনই দুই ছেলে-মেয়েকে স্কুলে নিয়ে যাই। কিন্তু বৃহস্পতিবার জরুরি কাজ থাকায় আমি যেতে পারিনি। সে একাই স্কুলে যায় এবং এর পর থেকে আর বাড়ি ফেরেনি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘বৃহস্পতিবার সে শ্রেণিকক্ষে ক্লাস করেছে। বেলা ১টায় স্কুল ছুটি দেওয়া হয়। বেলা ৩টার দিকে ওই ছাত্রীর মা ফোন করে জানান, সে বাড়ি ফেরেনি। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রী (১৪) নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় পরিবারের পক্ষে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ ছাত্রীর পরিবার জানায়, গতকাল সকালে ক্লাস করার উদ্দেশে সে বাড়ি থেকে বের হয়। বেলা ৩টার পরও বাড়িতে না ফেরায় তার মা-বাবা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। শিক্ষকেরা জানান, সে ক্লাস শেষে প্রতিদিনের মতো বেরিয়ে যায়। কিন্তু আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই রাতেই ছাত্রীর মা মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ছাত্রীর মা বলেন, ‘আমি প্রতিদিনই দুই ছেলে-মেয়েকে স্কুলে নিয়ে যাই। কিন্তু বৃহস্পতিবার জরুরি কাজ থাকায় আমি যেতে পারিনি। সে একাই স্কুলে যায় এবং এর পর থেকে আর বাড়ি ফেরেনি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘বৃহস্পতিবার সে শ্রেণিকক্ষে ক্লাস করেছে। বেলা ১টায় স্কুল ছুটি দেওয়া হয়। বেলা ৩টার দিকে ওই ছাত্রীর মা ফোন করে জানান, সে বাড়ি ফেরেনি। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২২ মিনিট আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২৭ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
৩০ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
৩৩ মিনিট আগে